Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বিকেজিসি স্কুলের শিক্ষক বেলাল হোসেনের বিরুদ্ধে ॥ প্রকাশিত সংবাদের প্রতিবাদ

গত ১৬ জুন ২০১৬ইং হবিগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক খোয়াই ও দৈনিক হবিগঞ্জ সমাচার পত্রিকায় “হবিগঞ্জ শহরে ছাত্রীর মায়ের সাথে আপত্তিকর অবস্থায় শিক্ষক ধরাশায়ী” ও শহরে ছাত্রীর মা’র সাথে আপত্তিকর অবস্থায় বিকেজিসির স্কুলের শিক্ষক বেলাল আটক” দুটি সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। যা আদৌ সত্য নয় এবং উদ্দেশ্যে প্রনোদিত ও মানহানিকর বটে। যা আমার পেশাগত মানমর্যাদা ক্ষুন্ন করার চেষ্টা মাত্র। সংবাদে যে ঘটনার বর্ণনা দেওয়া হয়েছে তা সম্পূর্ণ কাল্পনিক বানোয়াট এবং উদ্দেশ্যে প্রনোদিত। প্রকৃত ঘটনা হল, গত বুধবার বিকেলে কলেজ কোয়ার্টারস্থ আমি আমার বাসায় ব্যক্তিগত কাজে ব্যস্ত ছিলাম। বিকেলে আনুমানিক সাড়ে ৪টার সময় হঠাৎ ৭/৮জন যুবক আমার বাসায় এসে হাজির হয় এবং তাদের সাথে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাকবিতন্ডা হয়। বিষয়টি শুনে এলাকার বিশিষ্ট লোকজন এগিয়ে এসে মিমাংসার আশ্বাস দেন। পরে জনপ্রতিনিধি ও স্থানীয় মুরব্বীরা ওই দিন রাত ১১.৩০ মিনিটে হবিগঞ্জ অনামিকা কমিউনিটি সেন্টারে বসে বিষয়টি মিমাংসা করে দেন। পর দিন উল্লেখিত শিরোনামে দুইটি পত্রিকায় সংবাদ দেখে আমি হতবাক হই। বাস্তবতা বিবর্জিত সংবাদ প্রকাশ করে আমাকে ও আমার পরিবারকে সামাজিকভাবে হেয় করা হয়েছে। আমি পরে জানতে পারি আমাদের বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আমার যে ব্যাপক সুনাম রয়েছে তা ক্ষুন্ন করতেই একটি স্বার্থান্বেষী মহল সাংবাদিকদের ভুল, মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে আমার বিরুদ্ধে এ ধরণের সংবাদ প্রকাশ করিয়েছে। সংবাদে যে ছাত্রীর মায়ের কথা উল্লেখ করা হয়েছে সেটি গায়েবী, কাল্পনিক ও অস্থিত্বহীন। আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
মোঃ বিলাল হোসেন
সহকারী শিক্ষক
বিকেজিসি সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, হবিগঞ্জ।