Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সঙ্গীত শিক্ষক উস্তাদ জ্যোতির্ময় দাশের মৃত্যু বার্ষিকী পালিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের প্রখ্যাত সঙ্গীত শিক্ষক উস্তাদ জ্যোতির্ময় দাশ এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে জেলার কয়েকটি সাংস্কৃতিক সংগঠন। গতকাল শুক্রবার রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ কার্যালয়ে স্যার জ্যোতির্ময় দাশ স্মৃতি পর্ষদ, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ ও আনন্দ ধারা একাডেমী আলোচনা সভা করেছে। আলোচনা সভায় তাঁর জীবনের উপর বিশেষ আলোকপাত করা হয়। তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মৃতিচারণ করেছেন, দৈনিক হবিগঞ্জ সমাচারের সম্পাদক ও প্রকাশক গোলাম মোস্তফা রফিক, জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক শামীম আহমেদ, সাংবাদিক ও একতারা শিল্প গোষ্ঠী সাধারণ সম্পাদক আব্দুল মন্নাফ চৌধুরী, সহযোগী অধ্যাপক আলপনা কর্মকার, সঙ্গীত প্রশিক্ষক স্বদেশ বিশ্বাস, আবু মোতালেব খান লেবু, জাতীয় রবীন্দ্র সঙ্গীত সম্মিলন পরিষদ এর সহ-সাধারণ সম্পাদক এম. হারুনুর রশীদ হারুন, এডঃ সুজন চৌধুরী, কবি সিদ্দিকী হারুন, নাট্যমেলার সভাপতি শাহ আলম চৌধুরী মিন্টু, নাট্যকর্মী আজহারুল ইসলাম চৌধুরী মুরাদ, কন্ঠশিল্পী রুপা মোদক, সুমি পাল, রাজিব, ফয়সাল, শুভজিৎ দেব শাওন, সৈয়দ ইশতিয়াক আহসান বাবু, সুপ্তা পাল, ডাঃ গ ম সাকু প্রমূখ। উল্লেখ্য, গত ২০১৩ ইং সনে ১৯শে জুন ভোর রাত ৩টা ১৫ মিঃ ধানমন্ডির রেনেসা হাসপাতালে ইহলোক ত্যাগ করেন।