Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে বাল্য বিয়ে থেকে অষ্টম শ্রেণির ছাত্রীকে রক্ষা

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে স্কুলছাত্রীকে বাল্য বিয়ে থেকে রক্ষা করেছে প্রশাসন। গতকাল শুক্রবার বিয়ের সব আয়োজন করা হয়েছিল। বাল্য বিয়ের শিকার ছাত্রীটি হচ্ছে, উপজেলার গকুলপুর গ্রামের আব্দুল মজিদের কন্যা ঝুমা আক্তার। সে স্থানীয় জগতপুর হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী। বর ছিলেন একই স্কুলের শিক্ষক আবিদ আলীর বড় ভাই ছায়েদ মিয়া (৩৮)।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে ওই ছাত্রীর সাথে ছায়েদ মিয়ার বিয়ে ঠিক করা হয়। গতকাল ছিল বিয়ের দিন। উভয় পক্ষ সব আয়োজন সম্পন্ন করেছে। কনের বাড়িতে প্যান্ডেলসহ সব কিছু প্রস্তুত করা হয়েছিল। চলছিল বিয়ের ধুমধাম।
এদিকে বাল্য বিয়ের এখবর পৌছে বাহুবল উপজেলা প্রশাসনের কাছে। তাৎক্ষণিক উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম প্রশাসনের লোকদের সাথে নিয়ে ওই বিয়ে বাড়িতে পৌঁছে বিয়ের আয়োজনের সব প্যান্ডেল ভেঙ্গে দিয়ে বিয়ে বন্ধ করে দেন।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম জানান, মেয়ের অভিভাবকদের কাছ থেকে ১৮ বছরের আগে বিয়ে দিবে না বলে মুচলেকা আদায় করা হয়।