Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে জাল টাকা আতঙ্কে জনসাধারণ

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর সম্প্রতি জাল টাকার নোটের ছড়াছড়ি আশংকা জনক হারে বৃদ্ধি পেয়েছে। বড় ব্যবসা প্রতিষ্ঠান থেকে শুরু করে টং দোকানী এমনকি সাধারণ মানুষও জাল টাকার নোট নিয়ে বিপাকে পড়ছে। উপজেলা সদরসহ প্রত্যান্ত অঞ্চলের হাট বাজার, পেট্টোল পাম্প, এমনকি ব্যাংক গুলোতেও বিভিন্ন সময়ে জাল টাকার নোট ধরা পড়তে দেখা যায়। ১ হাজার, ৫শ এমনকি ১শ টাকার জাল নোটের ছড়াছড়ি থাকলেও সর্বাধিক রয়েছে ১হাজার ও ৫শ টাকার চকচকে জাল নোট। রমজান ও ঈদকে সামনে রেখে ব্যাপক হারে অবৈধ জাল নোট ব্যবসীরা কৌশলে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে। জাল নোট হাতে পাওয়া ভুক্তভোগীরা আইনশৃংখলা বাহিনীর ভয়ে নিরবে তা নষ্ট করে ফেলছে। র‌্যাব ও পুলিশের হাতে বিপুল পরিমান জাল টাকার নোট নিয়ে একাধিক বার আটক হওয়া ব্যক্তিরাই অত্র এলাকায় একটি সিন্ডিকেট তৈরী করে আইনশৃংখলা বাহিনীর চোখে ফাঁকি দিয়ে নির্বিঘেœ এ অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে সচেতন মহল ধারণা করছে। জাল টাকার ছড়াছড়ি প্রতিরোধের বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোকতাদির হোসেন জানান জাল নোটের বিষয়ে এখনও কোন অভিযোগ পাওয়া যায় নি, পেলে ব্যবস্থা নেওয়া হবে।