Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাটের মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সম্মানে ইফতার মাহফিল

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে মাধ্যমিক পর্যায়ের স্কুল ও মাদ্রাসা প্রধানদের সম্মানে ইফতার মাহফিলের আয়োজন করেছেন চুনারুঘাট উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষানুরাগী মোঃ আবু তাহের। চুনারুঘাট উপজেলা সভাকক্ষে ইফতার পুর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারি কমিশনার তন্ময় ইসলাম, অফিসার ইনচার্জ নির্মলেন্দু চক্রবর্তী, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুল হক, আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাশ, গাজীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ রফিক আলী, পঞ্চাশ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নাসির উদ্দিন, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এম এ আউয়াল, চুনারুঘাট পাইলট বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক সত্যেন্দ্র চন্দ্র দেব, ডিসিপি হাই স্কুলের প্রধান শিক্ষক আঃ মতিন, অগ্রনী উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক পংকজ নাহা, আমুরোড হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আলাউদ্দিন, সাটিয়াজুরী উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক ফরিদ মিয়া, হাজী আলীম উল্লাহ মাদ্রাসার প্রিন্সিপাল অফিসার আহমেদ তালুকদার, আদম গাউসিয়া সুন্নীয়া মাদ্রাসার সুপার আব্দুল কাইয়ূম প্রমুখ।
আলোচনা সভায় প্রধান অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান বলেন, চুনারুঘাটের শিক্ষার উন্নয়নে আমার যতধরনের সহযোগিতা প্রয়োজন আমি করবো। কিন্তু আপনারা শিক্ষাকে এগিয়ে নিতে এবং মানসম্মত শিক্ষা দানে এগিয়ে আসবেন। তিনি বলেন, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানের উন্নয়নে চলতি অর্থ বছরে প্রায় ৭৮ লক্ষ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। আপনারা যদি আপনাদের বিদ্যালযে ও মাদ্রাসায় শতভাগ পাস এবং মানসম্মত শিক্ষা চালু করেন তবে আগামীতে কোটি টাকা বরাদ্দ দেবো। তিনি বলেন, চুনারুঘাটে ২টি হাই স্কুল ও ১টি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেছি। অগ্রনী উচ্চ বিদ্যালযের ভবন নির্মান করেছি। আগামীতে সকল চা বাগানে প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে।