Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে সহস্রাধিক গাছের চারা কর্তন করলো দুষ্কৃতিকারীরা

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের আইনগাঁও গ্রামে একটি বাগানে প্রায় ১৩শ’টি গাছের চারা অজ্ঞাতনামা দুষ্কৃতকারী কর্তৃক কেটে দিয়েছে দুর্বৃত্তরা। গত বুধবার গভীর রাতে আইনগাঁও কাজির টিলায় এ ঘটনাটি ঘটে। এতে আনুমানিক ৩ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান চারার মালিক দুলু মিয়া।
দুলু মিয়া জানান, অনেক আগে থেকেই বাগানে গাচের চারা রোপণের পরিকল্পনা করেন তিনি। এর জন্য প্রায় মাসখানেক পূর্বে তিনি একই ইউনিয়নের পার্শ¦বর্তী আইনগাঁও গ্রামের আওয়াল মিয়ার কাছ থেকে আইনগাঁও কাজির টিলায় ৫৩ শতক জায়গা ক্রয় করেন। এর পর তিনি কাজির টিলায় আকাশিসহ বিভিন্ন প্রজাতির ২ হাজার ৪৭টি গাছের চারা রোপণ করেন। এর মধ্যে গত বুধবার রাতের আধারে কোন এক সময় কে বা কারা প্রায় ১৩শ‘টি গাছের চারা কেটে ফেলে।
গাছের চারার মালিক দুলু মিয়া জানান, উক্ত বাগানের জায়গা ক্রয় করার পর গাছের চারা রোপণের সময় শ্রমিকদের হুমকি দেয় ওই গ্রামের দুলালগংরা। এ বিষটি স্থানীয় মুরুব্বিয়ানকে জানানোর পর এক পর্যায়ে সমাধান হয়। দুলু মিয়ার দাবী ওই সময়ের হুমকিদারাই তার বাগানের গাছের চারা কর্তন করেছে। তিনি বলেন, ‘বড় আশা করে গাছের চারা রোপণ করেছিলাম, আর কিছু দিন পরে চারাগুলো বড় হয়ে যেত। কয়েক বছর পরেই অনেক মূল্যে বিক্রি করতে পারতাম। কিন্তু দুষ্কৃতকারীরা আমার এই স্বপ্ন পূরণ করতে দিলনা।