Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গজাইপুরের শিয়ালেরপুঞ্জিতে দুর্বৃত্তদের হামলায় আহত ১০ বাড়িঘর ভাংচুর

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জের গজাইপুর ইউনিয়নের শিয়ালেরপুঞ্জি গ্রামে দুর্বৃত্তদের হামলায় অন্তসত্ত্বা মহিলা ও শিশুসহ ১০জন আহত হয়েছে। এ সময় বাড়িঘর ভাংচুরের ঘটনাও ঘটে। আহত ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার রাত প্রায় সাড়ে ১০টার দিকে ওই গ্রামের নিরীহ মানুষের বাড়ি ঘরে এ হামলা চালানো হয়। নির্বাচনে ভোট না দেয়ার অভিযোগে এ হামলার ঘটনা ঘটে বলে দাবী করা হচ্ছে।
নির্বাচনে গজনাইপুর ইউনিয়নে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আবুল খায়ের গোলাপ প্রথমে দলীয় চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন লাভ করেন। পরবর্তীতে যুদ্ধাপরাধের অভিযোগে তার বিরুদ্ধে মামলা থাকায় তাকে বাদ দিয়ে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুলকে দলীয় মনোনয়ন দেয়া হয়। এ অবস্থায় গোলাপ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে পরাজিত হন।
নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী ও মানবতাবিরোধী অপরাধ মামলার আসামী আবুল খয়ের গোলাপসহ তার লোকজনের হামলায় অন্তসত্ত্বা মহিলা ও শিশুসহ ১০জন আহত হয়েছে। এ সময় বাড়িঘর ভাংচুরের ঘটনাও ঘটে।
হামলায় আব্দাল, জামাল, সালাম, কাদির, আজিদ, মুহিদ, ফুল বিবি, রশিদ, রুসনসহ প্রায় ১০/১২ জনের বাড়ী ঘর ভাংচুর করা হয়। এ সময় পারুল আক্তার (২৮), নুরেছা বেগম (২০), কারিমা বেগম (৭), কুসুম বিবি (৬০)সহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এরমধ্যে পারুল আক্তার (২৮) ও নুরেছা বেগম (২০)কে সিলেটে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।
আহত ও ক্ষতিগ্রস্থদের অভিযোগ নির্বাচনে ভোট না দেয়ার সন্দেহে এবং মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়েরকৃত মামলায় সাক্ষ্য দেয়ায় পরাজিত চেয়ারম্যান প্রার্থী আবুল খায়েল গোলাপের লোকজন হামলা চালিয়ে তাদের বাড়িঘর ভাংচুর ও তাদের আহত করে।