Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

খালেদা জিয়ার বাসার চারপাশে সিসি ক্যামেরা

এক্সপ্রেস ডেস্ক ॥ বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার গুলশানের বাসভবনের চারপাশে ক্লোজ সার্কিট (সিসি) ক্যামেরা বসানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের তত্ত্বাবধানে গুলশান অ্যাভিনিউয়ের ৭৯ নং রোডের এক নম্বর বাড়িটির সদর দরজা ও দেয়ালের বিভিন্ন স্থানে মোট দশটি ক্লোজ সার্কিট ক্যামেরা লাগানো হয়। জানা গেছে, বাড়ির চারপাশে কি ঘটছে, তা সরাসরি অবগত হতেই খালেদা জিয়া এই সিসি ক্যামেরা বসানোর নির্দেশ দেন। খালেদা জিয়ার বাসভবনের অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের প্রেক্ষিতে তার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতেই এ উদ্যোগ বলে মনে করা হচ্ছে। সম্প্রতি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের বাসভবনের সামনে থাকা অতিরিক্ত পুলিশ সরিয়ে নেওয়া হয়েছে। তুলে নেওয়া হয়েছে সব ব্যারিকেড। তবে সাধারণ নিরাপত্তায় নিয়োজিত পুলিশ মোতায়েন রয়েছে। এ ছাড়াও আনসার বাহিনীর সদস্য মোতায়েনের প্রক্রিয়া চলছে। বুধবার সকালে এই অতিরিক্ত নিরাপত্তা প্রত্যাহার করা হয়। দুই দিন আগে বাড়ির সামনে থেকে সরিয়ে ফেলা হয় জলকামান ও বালুভর্তি চারটি ট্রাক।প্রায় দুই সপ্তাহ পর বাসভবনের সামনের সড়কটিও যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। এর আগে ২৯ ডিসেম্বরের গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচি ঘোষণার পর ওই দিন মধ্যরাতেই গুলশানের ৭৯ নম্বর সড়কে খালেদা জিয়ার বাড়ি ফিরোজা ভবন ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তারকাঁটার ব্যারিকেড দিয়ে কয়েক ধাপের বেষ্টনী গড়ে তোলে পুলিশ। জলকামান ও সাঁজোয়া যানও অবস্থান নিয়েছিল সেখানে। খালেদা জিয়ার নিরাপত্তা জোরদারের জন্য অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে তখন দাবি করে সরকার। কিন্তু পুলিশ ওই বাড়িতে বিএনপি নেতাদের ঢুকতে বাধা দেয়। এরপর ২৯ ডিসেম্বর গণতন্ত্রের অভিযাত্রা কর্মসূচিতে যোগদানের চেষ্টার সময় খালেদা জিয়াকে বাধা দেওয়া হয়। বিএনপি তখন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখার অভিযোগ তোলে।