Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাহুবলে জলাশয়ে পোনা অবমুক্তকরণ প্রকল্পের অর্থ হরিলুটের অভিযোগ

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারী স্থাপন ও পোনা অবমুক্তকরণ প্রকল্পের প্রায় ৩ লাখ টাকা হরিলুট হয়েছে বলে অভিযোগ উঠেছে। লুটের অর্থ ভাগ-বন্টন নিয়ে সংশ্লিষ্টদের মাঝে চলছে টানাপোড়েন। বিগত অর্থবছরেও অনুরূপ লুটপাটের প্রস্তুতি চলাকালে বরাদ্দ বাতিল করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, মৎস্য অধিদপ্তর বিগত ২৫ এপ্রিল এক পত্রে উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারী স্থাপন এবং পোনা অবমুক্তকরণ প্রকল্পের আওতায় বাহুবল উপজেলার সাকুয়া, পাইক্কা ও তিন কোন্দিয়া বিলে পোনা মাছ অবমুক্তকরণের লক্ষ্যে ৩ লাখ টাকা বরাদ্দ প্রদান করে। চলতি মাসের প্রথম দিকে উক্ত প্রকল্প বাস্তবায়নের নামে উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম-এর নেতৃত্বে স্থানীয় কথিপয় সরকার দলীয় নেতাকর্মীর সহযোগিতায় একটি বিলে সামান্য কিছু পোনা অবমুক্ত করার মাধ্যমে ফটোসেশন সম্পন্ন করা হয়। অবশিষ্ট প্রায় পৌণে ৩ লাখ টাকা দু’টি প্রতিষ্ঠানের নামে বিল-বাউচার দেখিয়ে উত্তোলন করে লুটপাট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে যোগাযোগ করা হলে, উপজেলা মৎস্য অফিসার মোহাম্মদ আলম বলেন, লুটপাটের বিষয়টি সঠিক নয়। সরকারের নীতিমালা মেনেই পোনা অবমুক্ত করা হয়েছে।