Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আমরা নিজেরাই নিজেদের শেষ করছি : মুহিত

এক্সপ্রেস ডেস্ক ॥ নির্বাচনকালীন সরকারের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত অর্থনৈতিক ক্ষতির দিকে ইঙ্গিত করে বলেছেন, আমরা নিজেরাই নিজেদের শেষ করছি। সচিবালয়ে বুধবার রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। মহাজোট সরকারের আমলে দেশের অর্থনীতিকে অনেক দূর এগিয়ে নিয়ে যাওয়ার দাবি করে অর্থমন্ত্রী বলেন, ‘আইনশৃংখলা পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে মন্দাভাবের সৃষ্টি হয়েছে। এটা না হলে আগামী দুই বছরে আমরা আরও অনেক এগিয়ে যেতাম।জামায়াতের ব্যাপারে অর্থমন্ত্রী বলেন, জামায়াত একটি সন্ত্রাসী দল। সন্ত্রাসী দল না হলে তার বাড়িতে তারা হামলা করতো না । তিনি বলেন, খালেদা জিয়া তো শুনবেন না কিন্তু তার সঙ্গে যেসব সাঙ্গোপাঙ্গ রয়েছেন তারা তো নির্বোধ নন। আর এদের মধ্যে কিছু ব্যবসায়ীও রয়েছেন, তারা তো তাদের স্বার্থের বিষয়গুলো বিবেচনা করবেন। এ সময় মুহিত বলেন, খালেদা জিয়া দেশের শত্রু। তিনি কোনো দলের শত্রু নয়। হরতাল-অবরোধ দিয়ে তিনি দেশের সঙ্গে শত্রুতা করছেন। মুহিত আরও বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন অব্যাহত রাখতে আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখাই নতুন সরকারের প্রথম চ্যালেঞ্জ হবে। আগামী কয়েক সপ্তাহের মধ্যেই এক্ষেত্রে কিছু গুণগত পরিবর্তন আসবে। হরতাল নিষিদ্ধ করা এবং জামায়াত-শিবিরকে সন্ত্রাসী দল হিসেবে ঘোষণার বিষয়ে তার প্রস্তাবের কথাও পুনরায় ব্যক্ত করেন তিনি।