Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুর থেকে অসহায় দুই শিশু উদ্ধার

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে অসহায় দুই শিশু মায়ের কোল ফিরে পেয়েছে। তবে এর জন্য শিশু দুটির মা-কে অনেক কাঠখড় পোহাতে হয়েছে। দুই শিশুর বাবা হলেন, মাধবপুর উপজেলার ঘিলাতলী গ্রামের দেওয়ান আবেদের পুত্র দেওয়ান বাবুল। তাদের মা হলেন ব্রাহ্মনবাড়িয়া জেলার সরাইল উপজেলাধীন নোয়াগাও গ্রামের মৃত আবুলালের কন্যা হোসেনা আক্তার।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ২০১২ সালে দেওয়ান বাবুলের সাথে বিয়ে হয় হোসেনা আক্তারের। বিয়ের পর তাদের ঔরসে ১টি কন্যা ও ১টি পুত্র সন্তান জন্ম নেয়। এর পরপরই যৌতুকের জন্য শুরু হয় হোসেনার উপর নির্যাতন। সন্তানদের ভবিষ্যতের কথা চিন্তা করে বিধমা মা ও ভাই ৫৫ হাজার টাকা জামাতা বাবুলকে দিতে বাধ্য হয়। টাকা পাওয়ার পর ও মেয়ের শ্বশুর বাড়ির লোকজনের অত্যাচার চলতে থাকে। পরে বাবুল গোপনে আরও একটি বিয়ে করে ফেলে। গোপন বিয়ের ব্যাপারে হোসেনা তার স্বামীর কাছে জানতে চাইলে গত ২০১৫ সালে বাবুলের পরিবারের সবাই মিলে হোসেনাকে বেধড়ক মারপিট করে এবং বাড়ি থেকে বের করে দেয়। পরে হোসেনাকে আসামী করে স্বামী বাবুল এবং শ্বশুর আবুলাল বাদি হয়ে আদালতে মামলা করে। কিন্তু মামলাটি মিথ্যা প্রমাণিত হলে বিজ্ঞ আদালত মামলাটি খারিজ করে দেন। নিরুপায় হোসেনা এলাকার চেয়ারম্যানসহ মুরুব্বিয়ানদের দ্বারে দ্বারে ঘুরে কোন বিচার না পেয়ে পেটের দায়ে অবশেষে ঢাকায় গার্মেন্টসে চাকুরী নেয়। পরে হোসেনা আক্তার বাদী হয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে শিশু উদ্ধারের মামলা দায়ের করে। মামলার প্রেক্ষিতে আদালতের নির্দেশে মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মুক্তাদির হোসেন গত ৮ জুন অসহায় শিশু দুটিকে উদ্ধার করে মায়ের কোলে ফিরিয়ে দেন।