Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লাখাইয়ের বিভিন্ন স্থানে নকল আকিজ বিড়ি বিক্রির অপরাধে ৫ দোকানীকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বিভিন্ন বাজারে নকল আকিজ বিড়ি বিক্রি অভিযোগ ৫টি দোকানকে ১৬ হাজার টাকা জরিমানা ও বিপুল পরিমান নকল আকিজ বিড়ি জব্ধ করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার সকালে নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোবাশ্বের হাসানের নেতৃত্বে উপজেলার বুল্লা বাজার, কালাউক বাজারসহ বিভিন্ন স্থানে নকল আকিজ বিড়ি প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়। এ সময় আদালত লাখাই উপজেলা গেইটের সামনের সাজু স্টোরকে ৫ হাজার টাকা, কালাউক বাজারের রহমান স্টোরকে ১ হাজার টাকা, পিন্টু স্টোরকে ৫ হাজার টাকা, বুল্লা বাজারের বিসমিল্লাহ স্টোর ৫ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমান নকল আকিজ বিড়ি জব্ধ করে ভ্রাম্যমান আদালত। এছাড়াও বুল্লা বাজারের রাসেল স্টোর ও মজনু স্টোর থেকে নকল আকিজ বিড়ি জব্ধ করা হয়। এ সময় ভবিষ্যতে কোন দোকানদার নকল আকিজ বিড়ি বিক্রি করলে কঠোর ব্যবস্থার নেয়া হবে বলে ইউএনও মোহাম্মদ মোবাশ্বের হাসান জানান। ভ্রাম্যমান আদালতে অভিযান পরিচালনাকালে, আজিজ বিড়ি ফ্যাক্টরী লিঃ হবিগঞ্জের এড়িয়া ম্যানেজার মোঃ আশরাফ সিদ্দিকী ও লাখাই থানার এসআই আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ। নকল আকিজ বিড়ি প্রতিরোধে এখন থেকে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।