Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে নির্বাচনে ভোট না দেয়ার সন্দেহে হামলায় মামা-ভাগ্নে আহত

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার ফার্ম বাজারে হামলায় মামা-ভাগ্নে আহত হয়েছে। ২নং বড়ভাকৈর পূর্ব ইউনিয়নের নির্বাচনে পরাজিত আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মেহের আলী মহালদারের লোকজনের হামলা ও সংঘর্ষে তারা আহত হয়েছে বলে আহত সূত্রে জানা যায়। আহতরা হচ্ছে-ওই ইউনিয়নের রামপুর গ্রামের আব্দুল মালেক (৫০), তার ভাগ্নে লিটন মিয়া (২৫) ও রুহেল মিয়া (২০)।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ২নং বড়ভাকৈর পূর্ব ইউনিয়নের নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মেহের আলী মহালদার প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনে মেহের আলীকে ভোট না দেয়ার সন্দেহে তার আত্মীয় স্বজন বিভিন্ন জনের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন। গত রবিবার মেহের আলী মহালদারের লোকজন ভোট না দেয়ার সন্দেহে রামপুর গ্রামের আব্দুল মালেককে মারধর করে। সোমবার সন্ধ্যার পূর্বে আব্দুল মালেক স্থানীয় ফার্ম বাজারে গেলে মেহের আলী মহালদারের ভাই-ভাতিজা সহ কয়েকজন আব্দুল মালেকের উপর হামলা চালায়। এ সময় খবর পেয়ে মামাকে রক্ষায় তার ভাগ্নে লিটন ও রুহেল সহ অন্যান্যরা এগিয়ে গেলে হামলায় তারাও আহত হয়।
এছাড়াও ভোট না দেয়ার সন্দেহে মেহের আলী মহালদারের লোকজন বিভিন্ন ভাবে লোকজনকে হয়রানী করে যাচ্ছেন বলে স্থানীয় সূত্র জানায়। তবে কেউ ভয়ে মুখ খুলতে নারাজ। এ ব্যাপারে এলাকাবাসী পুলিশ প্রশাসন ও উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষন করছে।