Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক কনফারেন্স অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক কনফারেন্স। শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধকল্পে বাল্যবিবাহ সম্পর্কে সচেতনতা বৃদ্ধিকরণ কর্মসুচীর আওতায় সোমবার হবিগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। হবিগঞ্জে জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে অনুষ্ঠানে যোগ দেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম। মূল প্রবন্ধ উপস্থাপনা করেন যুগ্ম সচিব ডাঃ আমিনুল ইসলাম। বক্তব্য রাখেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ আবদুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ শফিউল আলম, হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান সৈয়দ আহমদুল হক।
ভিডিও কনফারেন্সে নাছিমা বেগম বলেন, বাল্য বিবাহ প্রতিরোধে সমাজের সচেতন মহলকে কার্যকরী ভূমিকা রাখতে হবে। সকলের মধ্যে বাল্য বিবাহের নৈতিবাচক দিকসমূহ তুলে ধরে এর বিরুদ্ধে প্রতেরোধ গড়ে তুলতে জনসচেতনতা সৃষ্টিতে সকলকে এগিয়ে আসার আহবান জানান তিনি।