Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

চুনারুঘাট উপজেলা পরিষদের বাজেট ঘোষনা

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাট উপজেলা পরিষদের ২০১৬-১৭ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টায় উপজেলা সভাকক্ষে উপজেলা পরিষদ চেযারম্যান মোঃ আবু তাহের এ বাজেট ঘোষনা করেন। বাজেটে আয় ধরা হয়েছে ১ কোটি ৪৫ লাখ ৭৮ হাজার ৮৭০ টাকা এবং একই পরিমাণ ব্যয় ধরা হয়েছে। এ বাজেটে রাজস্ব আয় ধরা হযেছে ৮৮ লাখ ৬৯ হাজার টাকা এবং উন্নয়ন খাতের আয় ধরা হয়েছে ৫৭ লাখ ৮ হাজার টাকা। বাজেটে পরিবহন ও যোগাযোগ খাতে সবচেযে বেশি বরাদ্দ রাখা হয়েছে। এছাড়া সরকারি অনুদান, শিক্ষা ও অবকাঠামো খাতে ব্যয় করা হবে বলে সভায় জানানো হয়।
বাজেট সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ জামিল, সহকারি কমিশনার তন্ময় ইসলাম, ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান, কাজী সাফিয়া খাতুন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ দেবাশীষ দেবনাথ, ইউপি চেয়ারম্যান ওয়াহেদ আলী মাস্টার, আইযূব আলী তালুকদার, এজাজ ঠাকুর চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সজল দাশ, চুনারুঘাট রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, আওয়ামীলীগের সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল হাই, আঃ সামাদ মাস্টার, জালাল উদ্দিন, ফকরুল ইসলাম, আমিনুর হকসহ সকল বিভাগীয় কর্মকর্তাবৃন্দ।