Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

গুপ্তহত্যার প্রতিবাদে হবিগঞ্জে পূজা উদযাপন পরিষদের মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তি ॥ সারাদেশে গুপ্তহত্যার প্রতিবাদে ও হত্যাকারীদের শাস্তির দাবীতে হবিগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। হবিগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের গতকাল সকাল সাড়ে ১১ টায় হবিগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এডঃ তুষার কান্তি মোদকের পরিচালনায় এডঃ পূণ্যব্রত চৌধুরী বিভুর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন উদয়গৌর ব্রহ্মচারী, অজিত কুমার পাল, এডঃ স্বরাজ রঞ্জন বিশ্বাস, ডাঃ অসিত রঞ্জন দাশ, অনুপ কুমার দেব, বাদল রায়, শঙ্খ শুভ্র রায়, পিযুষ চক্রবর্তী, দিলীপ আচার্য্য, শংকর অধিকারী, হীরেন্দ্র দত্ত, রফিকুল হাসান চৌধুরী তুহিন, বনবিহারী রায়, এডঃ পরিতোষ চৌধুরী, গৌতম রায়, সুনীল দাশ, সুজিত বণিক, প্রফুল্ল চন্দ্র বৈষ্ণব, প্রীতিরঞ্জন আচার্য্য, পার্থ প্রতীম দাশ, বিশ্বজিত বণিক প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা চট্টগ্রামে এসপি বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু, ঝিনাইদহের পুরোহিত আনন্দ গোপাল গাঙ্গুলী ও পাবনার সৎসঙ্গ আশ্রমের সেবক নিত্যরঞ্জন পান্ডেকে নৃশংসভাবে হত্যাকারীদের শাস্তির দাবী করেন।