Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ভুয়া র‌্যাব কমান্ডার পরিচয়ে প্রতারণা অবশেষে র‌্যাবের হাতে আটক

স্টাফ রিপোর্টার ॥ ভুয়া র‌্যাব কমান্ডার পরিচয় দিয়ে চুনারুঘাটের এক ব্যক্তির সাথে প্রতারণার অভিযোগে আব্দুল করিম (৩৪) নামে এক প্রতারককে আটক করেছে র‌্যাব। গতকাল শুক্রবার সকালে শ্রীমঙ্গলের ভাড়াউড়া এলাকা থেকে র‌্যাব শ্রীমঙ্গল ক্যাম্পের অধিনায়ক সিনিয়র এএসপি হায়াতুন নবীর নেতৃত্বে তাকে আটক করা হয়।আটক আব্দুল করিম কুমিল্লা চৌদ্দগ্রাম থানার ঝুপুয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে। সে শ্রীমঙ্গলে বাসা ভাড়া নিয়ে দীর্ঘদিন ধরে অবস্থান করছিল।
র‌্যাব কমান্ডার মো. হায়াতুন নবী জানান, দীর্ঘ দিন ধরে প্রতারক আব্দুল করিম শ্রীমঙ্গলে বাসা ভাড়া নিয়ে মৌলভীবাজার ও হবিগঞ্জ এলাকায় মানুষের সাথে প্রতারণা করে আসছিলো। সর্বশেষ প্রতারণার শিকার হন চুনারুঘাটের শামসুদ্দিন নামে জনৈক ব্যক্তি। প্রতারক আব্দুল করিম শামসুদ্দিনকে র‌্যাব-৯ এর মোয়াজ্জেম হিসেবে চাকুরী দিবে বলে নগদ ৭৫ হাজার ৪শ’ টাকা হাতিয়ে নেয়। কিন্তু চাকুরী দিতে পারেনি। এদিকে শামসুদ্দিন মোবাইল ফোনে সব রেকর্ড করে র‌্যাবকে তথ্য প্রদান করেন। এরই প্রেক্ষিতে র‌্যাব তাকে আটক করে। এই সংবাদ লিখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছিল।