Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে নির্বাচনী সহিংসতা দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুরে নির্বাচনী সংহসিকতায় দু’দল লোকের দফা দফায় সংঘর্ষে কমপক্ষে ৬০ জন আহত হয়েছে। খবর পেয়ে ওসি মোকতাদির হোসেনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষে আহতদের মাধবপুর, সিলেট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়-বিগত ইউনিয়ন পরিষদ নির্বাচনে জগদীশপুর ইউনিয়নের খড়কী গ্রামের লোকজন দু’ভাগে বিভক্ত হয়ে বিএনপি সমর্থিত আজিজুর রহমান বাচ্চু ও আওয়ামীলীগ সমর্থিত সফিকুল ইসলামের পক্ষে নির্বাচনী প্রচারনা চালায়। নির্বাচনে সফিকুল ইসলাম বিজয়ী হন। এর পর থেকে বাচ্চুর সমর্থকদের প্রায়ই বিজয়ী প্রার্থীর লোকজন অত্যাচার চালায়। গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে খড়কী ধানের মাঠে পাহারাদার নিয়োগ করার জন্য ইউনিয়ন আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক আব্দুস ছাত্তার প্রস্তাব করেন। এর বিরোধীতা করেন বাচ্চুর সমর্থক আবুল খায়ের। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আবুল খায়েরকে মারধর করা হয়। Í জের ধরে আব্দুল হাই গ্র“প ও আব্দুস ছাত্তারের গ্র“পের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। কয়েক দফা সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৬০জন আহত হয়। গুরুত্বর আহত মুর্শেদ মিয়া (৩২), জাবেদ খাঁন (১৭), আব্দুল মজিদ (৩৫), মারুফ খান ৫৫), মহিবুল খান (২৮), তৌহিদ মিয়া (৩৫), মহিবুল খান (২৮), সামসুল আলম খান (৪০), আবুল ফয়েজ (৩২), রেজওয়ান খান (৩২), মোজাহিদ (৩০), হাবিবুর রহমান (৩০), ফুজাইল খাঁন (২০), মুত্তাকিন খান (১২), হীরা মিয়া (৩৫), আব্দুস ছাত্তার (৪০), সামিউল বারী (২৬), আব্দুল আলিম খান (২৬), বিল্লাল খান (১৯), মজিবুর রহমান (৩৪), আব্দুল কুদ্দছ (৪০), জুনায়েত মিয়া (২২), শামিম (১৯), জাহাঙ্গীর (২৫), জাহের মিয়া (৬৫), রুবেল মিয়া (২২), হুমায়ুন মিয়া (২৪), আবু বক্কর (২৫), রাজু দে (২২), ফারুক মিয়া (৩২), জুলহাস মিয়া (২৪), জসিম (৩০), জাফর মিয়া (৩৫), ইকবাল মিয়া (৩৫), কামাল মিয়া (১৯), হেলাল (২০), লোকমান (৩২), নুর উদ্দিন (৩২), কামাল খান (২৬), ছত্তার মিয়া (৪৫), রুমন মিয়া (১৮), লোকমান (১৭), সুজন (২৯), ইমরান (২০), হাদিস মিয়া (২২), দরছ মিয়া (৫২), মুক্তার মিয়া (১৬)কে মাধবপুর, সিলেট ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ও চিকিৎসা দেয়া হয়েছে। থানার ওসি তদন্ত কে.এম আজমিরুজামান জানান-বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।