Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সুদানে সড়ক দুর্ঘটনায় ৩২ ওমরাহ যাত্রী নিহত

এক্সপ্রেস ডেস্ক ॥ সুদানের রাজধানী ও পূর্বাঞ্চলীয় নগরী পোর্ট সুদান সিটির মধ্যে সংযোগ স্থাপনকারী সড়কে বৃহস্পতিবার এক দুর্ঘটনায় ৩২ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরো ১২ জন। স্থানীয় সুদান ট্রিবিউন জানায়, খার্তুম থেকে প্রায় ৫৩০ কিলোমিটার উত্তরপূর্বে আল-রাওজাল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। একটি যাত্রীবাহী বাসের সঙ্গে জ্বালানীবাহী লরির সংঘর্ষে এই ঘটনা ঘটে। বাসের যাত্রীরা ওমরাহ পালনের জন্য সৌদি আরব যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, খারাপ আবহাওয়ার অভাবের জন্যই এই দুর্ঘটনা ঘটে। সুদানে সড়ক দুর্ঘটনায় প্রতি বছর অনেক প্রাণহানির ঘটনা ঘটে। ২০১৫ সালে দেশটিতে সড়ক দুর্ঘটনায় ১৬৬২ জন প্রাণ হারান। সড়ক দুর্ঘটনায় সবচেয়ে বেশি প্রাণহানি ঘটা দেশগুলোর মধ্যে অন্যতম সুদান। বেপরোয়া গাড়ি চালানো, ভাঙা রাস্তা ও অনুপোযুক্ত গণপরিবহনের কারণে দুর্ঘটনা ঘটে থাকে। দেশটির জনগণ ও চালকদের অভিযোগ, রাস্তার ভগ্ন অবস্থাকে দুর্ঘটনাকে দায়ি করেন। আর দেশটির সড়ক ও সেতু মন্ত্রণালয়ের পক্ষ থেকে অতিরিক্ত ভারবাহী ও দ্রুতগতির ট্রাকের কারণেই দুর্ঘটনা ঘটে বলে দাবি করা হয়। সূত্র: সিনহুয়া