Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ভারত থেকে অভিনব পন্থায় আসছে মাদক

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটের সাতছড়ি ও বাল্লা সীমান্তের ৩ টি ঝুকিপূর্ণ স্থান দিয়ে অবাধে চলছে চোরাচালান। মেন্দা গাছের বাকল, লিচু ও আনারসের বস্তার ভেতরে করে সীমান্তের খোয়াই শহর থেকে আনা হচ্ছে নানান জাতের মাদক। সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও পুলিশ মেন্দা গাছের বাকলের জন্য নমনীয় রয়েছে। স্থানীয় জনপ্রতিনিধিরাও নিরব। মাসের পর মাস সময়কাল ধরে চিমটিবিল সীমান্তের চুঙ্গাপুল, বাল্লা সীমান্তের লালছড়া পুল ও রেমা সীমান্তের বাছাইবাড়ী পুল এলাকার ৩টি ছড়া দিয়ে প্রতিদিন আসছে মাদকের চালান। মাদকের এ চালান কেউই আটকাতে পারছেন না। বর্তমানে ভারতীয় আনারস ও আমের খাচায় করে মাদকের চালান দেশে প্রবেশ করছে। সীমান্ত সূত্র জানায়, চিমটিবিল সীমান্তে ‘ফ’, গুইবিল সীমান্তের ‘দ’ এবং বাল্লা সীমান্তের ‘শ’ আধ্যাক্ষর নামের ব্যক্তিদের-এর নেতৃত্বে আড়াই শতাধিক নারী পুরুষ মাদক ব্যবসায় জড়িত। বাল্লা সীমান্তের শহীদসহ ১৫/২০ জন চোরাকারবারীর বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। অপরদিকে চিমবিলখাস গ্রামের ফারুক সহ ১৫ চোরাকারবারীর নামে রয়েছে মাদক চোরাচালানের অভিযোগ। ৪জুন অনুষ্টিত নির্বাচনে অনেক মাদক ব্যবসায়ী প্রার্থী হয়েছিল। কয়েকদিন আগে ওই চোরাকারবারীদের ব্যাপারে বিজিবি তথ্য-তালাশ করলেও নির্বাচনের কারনে সবই আবার ঢাকা পড়েছে সময়ের অতল গহব্বরে। পুরো সীমান্ত এলাকা কাঁটা তারের বেড়ার আওতায় থাকলেও ভারত থেকে প্রবাহিত ছড়াগুলো নীচে কোন বেড়া দেয়া হয়নি সহজে বানের পানি প্রবাহিত হবার জন্য। আর এ সুযোগটাকে কাজে লাগাচ্ছে চোরাকারবারীরা। সূত্র জানায়, প্রতিদিন বিকাল ৫ টার মধ্যেই চোরাকারবারীরা জড়ো হয় ভারত থেকে প্রবাহিত চুঙ্গাছড়া, লালছড়া ও বাছাইবাড়ী ছড়ার মুখে। সন্ধ্যা নামার সাথে সাথে তারা জীবনের ঝুকি নিয়ে ওই পুলের নিচ দিয়ে চলে যায় খোয়াই মহকুমার বগাবিল, প্রহড়মুড়া, ঘোষপাড়া ও বাছাইবাড়ী এলাকায় অবস্থিত মাদক পাচারকারীর বাড়ীতে। সেখানে মাদকে চালান নিয়ে অপেক্ষা করে ভারতীয় মাদক ব্যবসায়ীরা। কৌশলী চোরাকারবারীরা কখনো মেন্দাগাছের বাকল ভর্তি বস্তায় কখনো আনারস-লিচু’র খাচায় করে নিয়ে আসে ইয়াবা, গাঁজাসহ নানান জাতের হুইস্কি। গ্রীন সিগন্যাল পেলে রাতের আঁধারে ওই মাদক চলে যায় দেশের বিভিন্ন স্থানে। মাদক পাচার কাজে নারী শিশুরাও জড়িত। বিজিবি-পুলিশ কখনো সখনো মাদকের চালান আটক করে কারন মাসে মাসে অনুষ্টিত উপজেলা-জেলা আইনশৃঙ্খলা সভায় মামলা দেখাতে না পারলে তাদেরকে জবাবদিহি হতে হয় কর্তাদের কাছে। তবে বিজিবি বলছে, কোন অবস্থাতেই মাদক চোরাচালান করতে দেয়া হচ্ছেনা। মাদক ব্যবসার বিরুদ্ধে তাদের অবস্থান খুবই শক্ত। অপরদিকে পুলিশ বলছে, মাদকের বিরুদ্ধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।