Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

২০১৩ সালের আলোচিত ব্যক্তিত্ব মাহবুব আলী

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ বিদায়ী ইংরেজী বছর ২০১৩ খ্রী-এর সেরা ব্যক্তিত্ব এডভোকেট মাহবুব আলী। ২০১৪ সাল শুরু হয়েছে তাঁকে দিয়েই। আওয়ামীলীগের শক্ত ঘাঁটি চুনারুঘাট-মাধবপুর উপজেলা নিয়ে গঠিত হবিগঞ্জ-৪ সংসদীয় আসনটির মর্যাদা তিনি ধরে রাখতে পেরেছেন। সকল বাধা-বিপত্তি অতিক্রম করে তিঁনি পৌঁছেছেন সর্বোচ্চ আসনে। দু’উপজেলার সাধারণ মানুষ এক বাক্যে মাহবুব আলীকে ভাল মানুষ হিসেবে সমাজে তুলে এনেছেন। সবার এক কথা- তিনি ভাল মানুষ। এ কথাটি সর্বত্র প্রচারিত হওয়ায় ‘মাইনরটি ভোটারসহ স্বাধীনতার পক্ষের সাধারণ মানুষ ভোট দিয়ে তাঁকে এমপি বানান। নতুন বছরের ৫ জানুয়ায়ী অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে তিনি ১ লাখ ২২ হাজার ভোটে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী এডভোকেট সৈয়দ তানভীর আহমেদ ১৪ হাজার ভোট পেয়ে জামানত হারিয়েছেন। কয়েকটি জনসভায় মাহবুব আলী ঘোষনা করেন- আমি সরকারী সম্পত্তির ভাগিদার হবনা। এসবের ভাগিদার আপনারা। আমাকে বিজয়ী করলে-আমার দরজা সবার জন্য খোলা। সবার ন্যায্য অধিকার অঁটুট রাখা হবে। কাউকে বলে কয়ে আমার ঘরে ঢুকতে হবে না। এ বক্তব্যের পর তাঁ’র প্রতি সাধারণ মানুষের আস্থা বেড়ে যায়। দলের হাই কমান্ড এডভোকেট মাহবুব আলীকে আওয়ামীলীগ থেকে মনোনয়ন দেয়। প্রথম প্রথম দলেরই কিছু লোক বেঁকে বসেন মনোনায়ন প্রশ্নে। আঁখেরে সব ভেদাভেদ ভুলে দলের পতাকা তলে চলে আসেন সিংহভাগ নেতা-কর্মী। নাম প্রকাশে অনিচ্ছুুক এক স্কুল শিক্ষক বলেন, সবই ঠিক-ঠাক ছিল। শুধুমাত্র সাঁটানো পোস্টারের উপরে লেখা ‘মাধবপুর-চুনারুঘাট’ শব্দটি নিয়ে কিছু সমালোচনা হয়েছে। শব্দটা কি ‘মাধবপুর-চুনারুঘাট’-‘নাকি চুনারুঘাট-মাধবপুর’ তা বুঝে উঠতে পারিনি এখনো। শুনেছি, বাংলাদেশ গ্যাজেটে চুনারুঘাট-মাধবপুর লেখা রয়েছে। এছাড়া মাহবুব আলীর বিরুদ্ধে সমালোচনা করার মত কোন কথা ছিলনা প্রচারে। এডভোকেট মাহবুব আলী কেন্দ্রীয় বার এসাসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক। তাঁর বাবা মৌলানা আসাদ আলী ছিলেন প্রাদেশিক পরিষদের মেম্বার। তিনি মাধবপুরের বাসিন্দা। পূর্বে সাধারণ ভোটারদের সাথে তেমন একটা পরিচয় ছিলনা তাঁর। তবে তাঁকে ভালবাসেন সবাই। তবে একটি পক্ষের একাংশ তাঁর প্রতি সু-বিচার করেনি। নির্বাচনের কাজে তিনি যেদিন প্রথম চুনারুঘাটে আসেন সেদিনই তারা তাঁর গাড়ীর বহরে ঢিল ছুঁড়ে। ২০১৪ খ্রীষ্টাব্দের শুরুতে নৌকার বিজয়ের মিছিলে আবার হামলা করে তারা। ওই পক্ষের এমন কাজ কেউই মেনে নিতে পারছেন না। তাই মাহবুব আলীর নাম ছড়িয়ে পড়ছে পাড়ায় পাড়ায়। তাকে সবাই বিদায়ী ও শুরুর বছরের শ্রেষ্ট ব্যক্তিত্ব বলে স্বীকার করেছেন। বিশ্লেষকরা বলছেন, স্বাধীনতার পর থেকে এ আসনটি আওয়ামীলীগের দখলে। এনামুল হক মোস্তফা শহীদ ছিলেন এ আসনের সফল কান্ডারী। তিনি ছিলে মহাজোট সরকারের সমাজ কল্যাণ মন্ত্রী। ২০১৩ সালে তিনি পেয়েছেন একুশে পদক। সেই বর্ষিয়ান মোস্তফা শহীদকে মনোনয়ন না দিয়ে দলের হাই কমান্ড মাহবুব আলীকে বেছে নেয়। নির্বাচনে এসেই মাহবুব আলী পড়েন যান গোলক ধাধায়। এসবকে পাত্তা না দিয়ে তিনি চলতে থাকেন সামনের দিকে। কারো বিরুদ্ধে কিছু না বলে তিনি-স্বাধীনতা ও সংবিধান ধরে রাখার সংগ্রামে ঝাপিয়ে পড়ার তাগিদ দিয়ে যুব সমাজের নজর কাড়েন। নতুন ভোটাররা কোন কিছু না বুঝেই সীল মারে জীবনের প্রথম ব্যালটের নৌকা প্রতীকে।