Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে আওয়ামীলীগের দু’গ্র“পের পাল্টা-পাল্টি সভা ॥ ১৪৪ ধারা জারী

এম এ বাছিত, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের গোপলার বাজার টোলপ্লাজা এলাকায় আওয়ামীলীগের বিদ্যমান দু’গ্র“পের প্রতিবাদ সভাকে কেন্দ্র করে উত্তেজনা বিরাজ করছে। শান্তি-তৃংখলা রক্ষায় দুপুর ১ ঘটিকা থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ১৪৪ ধারা জারী করেছে উপজেলা প্রশাসন। এখবর নিশ্চিত করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুম বিল্লাহ। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ১৪৪ ধারা ভঙ্গ করে আওয়ামীলীগ মিছিল ও সমাবেশের চেষ্টা করলে ধাওয়া দিয়ে পুলিশ তা ভন্ডুল করে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৮ মে ৫ম ধাপে অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবদুল মুুহিত চৌধুরী এবং আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম কালাম সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। ২৪ মে নির্বাচর পূর্ব সংঘর্ষের ঘটনায় স্থানীয় আওয়ামীলীগ নেতাকর্মীসহ ৫০ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়। মামলায় অভিযুক্ত আসামীরা আদালত থেকে জামিন নেন। এঘটনার প্রতিবাদে কালাম সমর্থক লোকজন মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে গতকাল দুপুরে প্রতিবাদ সভার ডাক দেয়। একই স্থানে ইউ’পি নির্বাচনে পরাজিত ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল মুহিত চৌধুরীর সমর্থকরা পাল্টা সমাবেশের ঘোষণা দেয়। এ নিয়ে দু’গ্র“পে উত্তেজনা দেখা দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে নির্বৃৃত করে। শান্তি-শৃংখলা রক্ষায় ১৪৪ জারী করে উপজেলা প্রশাসন।
উল্লেখ্য, উপজেলার দেবপাড়া ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী আবদুল মুহিত চৌধুরী ও বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান ফখরুল ইসলাম কালামকে পরাজিত করে দ্বিতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হন স্বতন্ত্র প্রার্থী এডভোকেট মাছুম আহমদ জাবেদ। দুই প্রার্থীর পরাজয়ের নেপথ্যে ২৪ মে নির্বাচন পূর্ব সংঘাতকেই দায়ি করছেন স্থানীয় জনপদের লোকজন। এনিয়ে দু’গ্র“পের উত্তেজনা বিরাজ করছে।