Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ সদর উপজেলার ৯ ইউনিয়নে নির্বাচন সম্পন্ন ॥ আওয়ামীলীগ ৪, স্বতন্ত্র ২, বিএনপি ১ আওয়ামীলীগ বিদ্রোহী ২

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার ৯টি ইউনিয়নে গতকাল শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৮টা থেকে টানা বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে ৪টিতে আওয়ামীলীগ, ২টিতে আওয়ামীলীগ বিদ্রোহী, ১টিতে বিএনপি মনোনীত, স্বতন্ত্র প্রার্থী ২ জন চেয়ারম্যন প্রার্থী জয় লাভ করেছেন।
নির্বাচনে চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন ১নং লুকড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস ৪ হাজার ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপির এডঃ ইলিয়াছ পেয়েছেন ২ হাজার ৮৭৬ ভোট।
২নং রিচি ইউনিয়নে জেলা যুবদলের সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান মিয়া মোহাম্মদ ইলিয়াছ ৭ হাজার ৪৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি জাপা প্রার্থী কাজল মিয়া পেয়েছেন ২৯৪০ ভোট।
৩নং তেঘরিয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত যুবলীগ নেতা আনু মিয়া ২ হাজার ৩৮৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগের বিদ্রোহী শিবলু মিয়া পেয়েছেন ২ হাজার ৭৩ ভোট।
৪নং পইল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সৈয়দ মইনুদ্দিন আরিফ ৭ হাজার ৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান সাহেব আলী পেয়েছেন ৪ হাজার ৫০৬ ভোট।
৫নং গোপায়া ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী আকতার হোসেন ৪ হাজার ৭৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান চৌধুরী মিছবাউল বারী লিটন পেয়েছেন ২ হাজার ৭৪৭ ভোট।
৬নং রাজিউড়া ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শেখ কামাল ৩ হাজার ৫৪৬ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত ফয়জুল ইসলাম পেয়েছেন ৩ হাজার ৩২৯ ভোট।
৮নং শায়েস্তাগঞ্জ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত বুলবুল খান ৪ হাজার ২৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বিএনপি মনোনীত নজরুল ইসলাম শানু পেয়েছেন ২ হাজার ৮৯৬ ভোট।
৯নং নিজামপুর ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী তাজ উদ্দিন ৫ হাজার ৭১২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ প্রার্থী আওয়ামীলীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান আব্দুল আউয়াল তালুকদার পেয়েছেন ৫ হাজার ১৫৩ ভোট।
১০নং লস্করপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত যুবলীগ নেতা মাহবুবুর রহমান হিরু ৬ হাজার ৪০২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী বর্তমান চেয়ারম্যান আমজাদ আলী পেয়েছেন ৩ হাজার ২১৬ ভোট।