Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজ জেলার ৪ উপজেলায় ॥ ২৭ ইউনিয়নে ভোট ঝুঁকিপূর্ণ কেন্দ্র ১৬৭

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের চার উপজেলার ২৭টি ইউনিয়ন পরিষদে আজ শনিবার ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মোট ২৫৯টি ভোটকেন্দ্রের মধ্যে ১৬৭টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে প্রশাসন। এসব ইউনিয়নে মোট ১ হাজার ৬২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। গতকাল শুক্রবার ভোটকেন্দ্রগুলোতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে।
৪টি উপজেলার মধ্যে হবিগঞ্জ সদর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৯টি ইউনিয়নে ৭৯টি কেন্দ্র ও ৩৮০টি কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নুরপুর ইউনিয়নকে ভেঙ্গে ব্রাহ্মনডোরা নামে নতুন আরেকটি ইউনিয়ন গঠন করায় নুরপুর ইউনিয়নে নির্বাচন হচ্ছেনা। তবে যে ৯টি ইউনিয়নে নির্বাচন হচ্ছে এর মধ্যে ৫১টি কেন্দ্র ঝুঁকিপূণ। চুনারুঘাট উপজেলার ১০টি ইউনিয়নে ১০০টি কেন্দ্রে ৪২৯ কক্ষে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ৭০টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। বাহুবল উপজেলার ৭টি ইউনিয়নে ৭২টি কেন্দ্রে ২৯৪টি কক্ষে ভোটগ্রহণ হবে। এর মধ্যে ৪১টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এছাড়া বানিয়াচংয়ে একটি ইউনিয়নে ভোটগ্রহণ হবে। এটি হচ্ছে বানিয়াচং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন। এখানে ৯টি কেন্দ্রে ৪১টি কক্ষ রয়েছে। এর মধ্যে ৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ। এসব ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৪২ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৩৫৯ জন এবং সাধারণ সদস্য পদে ১ হাজার ১২২ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।