Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে সপ্তম শ্রেণীর ছাত্রের রহস্যজনক মৃত্যু ॥ পরিবারের দাবী শ্বাসরুদ্ধ করে হত্যা ॥ মায়ের স্টোক

রিফাত উদ্দিন, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার তাজপুর গ্রামের সোহাগ আহমেদ (১৪) নামে এক সপ্তম শ্রেনীর ছাত্রের রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি নির্বাচনের সহিংসতার কারনে প্রতিপক্ষের লোকজন সোহাগকে শ্বাসরুদ্ধ করে হত্যা করেছে। ছেলের মৃত্যুতে মা সুমনা বেগম (৩৫) হৃদ-রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এনিয়ে ধুম্রজাল সৃষ্টি হয়েছে। সোহাগ বাঘাসুরা গ্রামের সাইদুর রহমানের ছেলে। বৃহস্পতিবার সকাল ৯ টায় পরিবারের লোকজন তার মৃতদেহ সদর হাসপাতালে নিয়ে আসে।
নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ১৬ বছর পূর্বে তাজপুর গ্রামের সুমনা বেগম (৩৫) এর সাথে বাঘাসুরা গ্রামের সাইদুর রহমান মিষ্টার মিয়ার বিয়ে হয়। তাদের মেয়ে রুবিনা আক্তার এসএসসি পরীক্ষার্থী এবং ছেলে সোহাগ মানিকপুর উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্র। প্রায় ৭ বছর আগে সুমনার সাথে মিষ্টার মিয়ার তালাক হয়ে যায়। এর পর থেকেই সুমনা তাজপুরে একটি জায়গা কিনে বাড়ি নির্মান করে বসবাস করে আসছে। গত বুধবার রাতে খাওয়া দাওয়ার পর পৃথক রুমে সোহাগ ঘুমিয়ে পরে। সকালে ঘুম থেকে না উঠায় পরিবারের লোকজন ডাকাডাকি শুরু করে। কিন্তু দরজা ভেঙ্গে ভেতরে দেখে সোহাগের মৃত দেহ কাঠের উপর পরে আছে। এবং ঘরের ছালের উপরের টিনের চাল খোলা। সাথে সাথে তার মৃতদেহ হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। খবর পেয়ে হবিগঞ্জ সদর থানার এসআই সানাউল্লাহ্ লাশের ছুরতহাল রিপোর্ট তৈরী করে মর্গে প্রেরণ করে। মাধবপুর থানার ওসি মোক্তাদির হোসেন জানান, ময়না তদন্তের রিপোর্ট ছাড়া এই মুহুর্তে কিছু বলা যাচ্ছে না। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।