Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে মেম্বার প্রার্থীকে সমাজচ্যুত ॥ মামলা দায়ের

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুরে মাতব্বরদের সিদ্ধান্ত না মেনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় এক মেম্বার প্রার্থীকে সমাজচ্যুত করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সমাজচ্যুত মেম্বার প্রার্থী হলেন, আন্দিউড়া ইউনিয়নের মুরাদপুর গ্রামের ওয়াহাব মিয়া। এ ব্যাপারে আদালতে মামলা করেছেন ওয়াহাব মিয়া।
মামলার বিবরণে জানা গেছে, মুরাদপুর গ্রামের ফুল মিয়া সর্দার, ঝারু মিয়া সর্দার, ফিরোজ মিয়া সর্দার সহ কিছুসংক্ষক মাতব্বর একই গ্রামের ফিরোজ মিয়া সর্দারকে আন্দিউড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মেম্বার পদে নির্বাচন করার জন্য প্রার্থী নির্বাচিত করেন। সেই সাথে ওয়াহাব মিয়াকে নির্বাচন না করার জন্য সিদ্ধান্ত দেন। কিন্তু ওয়াহাব মিয়া তাদের সিদ্ধান্ত অমান্য করে মেম্বার পদে নির্বাচনী প্রচারণা শুরু করেন। এ নিয়ে গত ৫ মে রাত ৮টার দিকে ফুল মিয়া সর্দারের বাড়িতে এক সামাজিক বৈঠক বসে। বৈঠকে ওয়াহাব মিয়াকে সমাজচ্যুত করে মসজিদে যেতে নিষেধ করে এবং কারো বাড়িতে আসা যাওয়া বন্ধ করে দেয়া হয়। এ ব্যাপারে ওয়াহাব মিয়া বাদী হয়ে একই গ্রামের ফুল মিয়া সর্দার, ঝারু মিয়া সর্দার, ফিরোজ মিয়া সর্দারসহ ১০ জনের বিরুদ্ধে হবিগঞ্জ জুডিশিয়াল আদালতে দঃবিঃ-২০৫(ক)/৫০০ ধারায় অভিযোগ দায়ের করেছেন।
ওয়াহাব মিয়া জানান অভিযোগ দায়েরের পর হতে আসামি পক্ষ মামলা প্রত্যাহার সহ সাক্ষিদেরকে স্বাক্ষ্য না দেয়ার জন্য হুমকি দিয়ে আসছে। আদালত অভিযোটি তদন্তু করে প্রতিবেদন দিতে মাধবপুর থানাকে নির্দেশ দিয়েছেন।