Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে ॥ বানিয়াচঙ্গে চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেমকে ৩০ হাজার টাকা জরিমানা

স্টাফ রিপোর্টার, বানিয়াচং থেকে ॥ নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে প্রচার চালানোর দায়ে বানিয়াচঙ্গের ৪নং দক্ষিণ-পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসাইন এর কর্মী-সমর্থকদের ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সূত্রে জানা যায়, বানিয়াচং ৪নং ইউনিয়ন পরিষদ নির্বাচনে নির্বাচনী আচরণবিধি লংঘন করে চেয়ারম্যান প্রার্থী মোয়াজ্জেম হোসেন এর কর্মী-সর্মথকরা প্রচারনা চালানোর নির্ধারিত সময় অতিবাহিত হওয়ার পরও মিছিল ও প্রচারণা চালায়। এ সংক্রান্ত সংবাদ পাওয়ার পর নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট রায়হানুল হারুন তাৎক্ষনিক বানিয়াচং থানা পুলিশকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ প্রদান করেন। পুলিশ যাত্রাপাশা গ্রামে অভিযান চালিয়ে মিছিলরত অবস্থায় হাতে হাতে নাতে ৫জনকে গ্রেফতার করে বাকিরা দৌড়ে পালিয়ে যায়। গতকাল ভ্রাম্যমান আদালত এর ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) রায়হানুল হারুন ভ্রাম্যমান আদালত বসিয়ে নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করে মিছিল ও প্রচারনা চালানোর দায়ে তাদের কে ৩০ হাজার টাকা জরিমানা করেন। এ সময় আটককৃতরা ভ্রাম্যমান আদালতের কাছে তাদের অপরাধী স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের অপরাধ করবে না মর্মে অঙ্গিকার করে এবং লিখিত মুচলেকা প্রদান করেন।