Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

লন্ডনে বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব হবিগঞ্জের কৃতিসন্তান এম আব্দুল আজিজের ৬৪তম জন্মদিন পালন

বিশেষ প্রতিনিধি ॥ লন্ডনে ব্যতিক্রমভাবে পালিত হলো বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, সমাজসেবক, বাংলাদেশের সাবেক শ্রমিক নেতা ও হবিগঞ্জের কৃৃতিসন্তান এম এ আজিজের ৬৪তম জন্মদিন। গত ৩০ মে প্রথম প্রহর তথা রাত ১২ টা ১ মিনিটে বিলেতে বসবাসরত হবিগঞ্জের এক ঝাঁক যুবক তরুন আচমকা গিয়ে কড়া নাড়েন এম এ আজিজের লন্ডনের ওয়াইটচ্যাপেলের বাসায়। প্রবীন এ সংগঠক কিছু বুঝে ওটার আগেই সবাই তাঁকে ‘শুভ জন্মদিন’ হ্যাপি বার্থ ডে আজিজ ভাই’ বলে যখন শুভেচ্ছা জানাচ্ছিল সে অবস্থায় হতবিহব্বল হয়ে পড়েন ৬৩ পেড়িয়ে সদ্য ৬৪ টিতে পা রাখা এককালের এ তুখোর রাজনৈতিক সংগঠক। ফুলেল শুভেচ্ছায় বিমোহিত এম এ আজিজ সবাইকে নিয়ে বসেন তাঁর সুপরিসর সিটিং রুমে। ইতোমধ্যে সম্মিলন ঘটে তাঁর পরিবারের অন্যান্য সদস্যের। সবাইকে নিয়ে কেক কাটেন। পরে চলে শেষ রাত পর্যন্ত আড্ডা। স্মৃতিচারণ করেন ফেলে আসা দিন নিয়ে। উঠে আসে যেসব আর্থ-সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক চড়াই উৎরাই পেড়িয়ে বাংলাদেশের এ পর্যায়ে উঠে আসা। ৬৬’র ৬ দফা, ৬৮’র আগরতলা ষড়যন্ত্র মামনা, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭০’র নির্বাচন, স্বাধিনতা যুদ্ধ থেকে শুরু করে আজ অবধি আমাদের জাতীয় জীবেন সংঘটিত নানা ঘটনা প্রবাহ। চোখ তার ছলছল করছিল যখন তুলে ধরছিলেন ১৯৭১ সালের ১৯ মার্চ গাজীপুরের জয়দেবপুরে পাকিস্তানী মিলিটারিকে সম্মুখ প্রতিরোধের প্রথম সারির কর্মী হিসেবে তাঁর অভিজ্ঞতার কথা। আজও নিজেকে নিয়ে গৌরাবান্বিত বোধ করেন তাঁর অগ্রজ বীর মুক্তিযোদ্ধা হবিগঞ্জ-লাখাই নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য এম এ মোত্তালিবের সাথে “জয়দেবপুরের পথ ধর বাংলাদেশ স্বাধীন কর” গ্লে­াগানের অংশীদার হতে পেরে।
হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের প্রতিষ্টাতা ও বর্তমান সভাপতি এম এ আজিজের জন্মদিনের শুভেচ্ছা জানাতে উপস্থিত ছিলেন হবিগঞ্জ ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে’র ভাইস প্রেসিডেন্ট এম এ আউয়াল, সিনিয়র সদস্য ইকবাল ফজলু, কোষাধ্যক্ষ মোঃ শামসুদ্দিন, মানবাধিকার বিষয়ক সম্পাদক এডঃ মমিন আলী, জীবন সংকেত নাট্যগোষ্টির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মারুফ চৌধুরী, বিশিষ্ট সাংস্কৃতিক সংগঠক অলিউর রহমান অলি, যুক্তরাজ্যে পিএইচডি অধ্যয়নরত সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জহিরুল হক শাকিল, যুক্তরাজ্য যুবলীগ নেতা ও কমিউনিটি সংগঠক অজিত লাল দাস, মোহাম্মদ রাসেল, ইউকে বর্ডার এজেন্সির সিনিয়র এক্সিকিউটিভ অফিসার মোহাম্মদ শফিক সামসু, এইচএসবিসি ব্যাংকের কর্মকর্তা মোঃ এনামুল হক, হাউস অব কমন্স’র সাবেক কর্মকর্তা হাসিনা খাতুন, একাউন্টস এন্ড ফাইনান্স অফিসার মর্তুজা ফয়সল, শিক্ষিকা এলিনা খাতুন প্রমূখ।
গ্রেটার সিলেট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার কাউন্সিলের যুগ্ম আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এম এ আজিজ সবার কাছে সামনের দিনগুলো সুস্থভাবে ও গনমানুষের কাছে থেকে মানব সেবায় পার করতে সবার দোয়া চেয়েছেন।