Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে শিক্ষকের প্রহারে ছাত্র গুরুতর আহত ॥ শিক্ষক অবরুদ্ধ ॥ পুলিশের উদ্ধার

এটিএম সালাম, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে বোনের এসএসসি পাশের সনদপত্র আনতে গিয়ে শিক্ষকের বেদরক প্রহারে ছাত্র গুরুতর আহত হয়ে সিলেট হাসপাতালে। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার দুপুরে জগন্নাথপুর এসএমসি উচ্চ বিদ্যালয়ে। ঘটনার খবর পেয়ে বিক্ষুব্ধ ছাত্র ও এলাকাবাসী শিক্ষককে অবরুদ্ধ করে রাখার খবর পেয়ে পুলিশ ও শিক্ষা অফিসার উপস্থিত হয়ে তাকে উদ্ধার করেছেন।
স্থানীয় লোকজন জানান, ওই দিন দুপুরে উপজেলার বড় ভাকৈর পশ্চিম ইউপির জগন্নাথপুর গ্রামের সুধীন দাশের ছেলে কলেজ ছাত্র সেন্টু দাশ তার বোন পাপ্পি রানী দাশের এসএসসির সনদপত্র আনার জন্য জগন্নাথপুর স্কুল এন্ড কলেজে যায়। সেখানে সনদপত্র নিয়ে প্রধান শিক্ষকের সাথে বাকবিতন্ডার সৃষ্টি হয়। এ সময় স্কুলের সহকারী প্রধান শিক্ষক আব্দুস ছত্তার ওই কলেজ ছাত্র সেন্টু দাশ (২২) কে বেধরক মারপিট করেন। এতে সে মাটিতে লুটিয়ে পড়েন। সাথে সাথে স্থানীয় লোকজন তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন। এ খবর এলাকায় চাউর হলে ছাত্র ও এলাকাবাসী স্কুল ঘেরাও করে শিক্ষককে অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে উপজেলা সহকারী শিক্ষা অফিসার ও থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষককে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। খবর পেয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ থানায় হাজির হয়ে ওই শিক্ষককে জিম্মায় নিয়ে আসেন। এ ব্যাপারে শিক্ষক আব্দুস ছত্তার বলেন, তাদের স্কুল এন্ড কলেজের ছাত্র সেন্টু দাশ উনার সামনে স্কুলের প্রধান শিক্ষকের সাথে বাকবিতন্ডা করে। শিক্ষক হিসেবে ওই ছাত্রকে শাসন করার জন্য ছড় থাপ্পড় দেই। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেন। আহত ছাত্রের অভিভাবক জানান, ওই শিক্ষক আক্রোশ মুলকভাবে সেন্টু দাশকে বেধরক মারপিট করে। তার অবস্থাআশংকাজনক। এ ঘটনায় এলাকাবাসী ওই শিক্ষকের অপসারন দাবী করেন।