Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

জগতপুরে সিএনজি-ট্রাকের সংঘর্ষে সিএনজি চালক নিহত ॥ আহত ৪

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কের জগতপুরে সিএনজি অটোরিক্সা ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত ও চারজন আহত হয়েছে। এসময় স্থানীয় জনতা প্রায় ১ ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। গতকাল বুধবার বিকাল সাড়ে ৫ টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, নতুন ব্রীজ থেকে একটি সিএনজি (হবিগঞ্জ থ-১১-৩০৫) যাত্রী নিয়ে হবিগঞ্জে আসছিল। সিএনজি জগতপুর গ্রামের কাছে পৌছুলে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় সিএনজিটি ট্রাকের নিচে ঢুকে দুমড়ে মুচরে যায়। এতে ঘটনাস্থলেই বড় বহুলা গ্রামের আছকির মিয়া চৌধুরীর পুত্র সিএনজি চালক আব্দুল সালাম চৌধুরী (৪০) নিহত হয়। এছাড়াও সিএনজি যাত্রী সেনাবাহিনীর সার্জেন্ট আলাপুর গ্রামের চান মিয়ার পুত্র ফজলুল হক বাবুল (৪৫), রতনপুর গ্রামের সফর আলীর পুত্র রহমত আলী (৪০) আহত হয়। গুরুতর আহত অবস্থায় তাদেরকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। খবর পেয়ে সদর থানা পুলিশ ও দমকল বাহিনী ঘটনাস্থলে পৌছে ট্রাক কেটে সিএনজিটি বের করে ও আহতদেরকে উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। দুর্ঘটনার পরপরই ওই এলাকায় স্থানীয় জনতা সড়ক অবরোধ করে রাখে। তাদের দীর্ঘদিনের দাবি ওই স্থানে একটি মাদ্রাসা ও স্কুল থাকা সত্ত্বেও রাস্তায় স্পিড ব্রেকার দেয়া হচ্ছে না। সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। পরে যান চলাচল স্বাভাবিক হয়। আহত সার্জেন্ট বাবুল ঢাকা সেনা নিবাসে কর্মরত আছেন। তিনি ছুটি নিয়ে বাড়িতে আসার পথে এ দুর্ঘটনার কবলে পড়েন। তার অবস্থা আশংকাজনক বলে জানা গেছে। ট্রাকটি জনতা আটক করেছে। কিন্তু চালক পালিয়ে গেছে।