Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ইভটিজিংয়ের অভিযোগে জেকে স্কুলের দুই ছাত্রকে পুলিশে তুলে দিলেন প্রধান শিক্ষক

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার পইল গ্রামে ইভটিজিংয়ের অভিযোগে ৮ম শ্রেণীর দুই ছাত্রকে মারপিট করে পুলিশে দিয়েছেন পইল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শিক্ষার্থীরা। তবে এ নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় এ ঘটনা ঘটে। জানা যায়, মাছুলিয়া গ্রামের নেপাল শীলের পুত্র হবিগঞ্জ জে কে এন্ড এইচ হাই স্কুল এন্ড কলেজের ৮ম শ্রেণীর ছাত্র রূপক শীল (১৩) ও কনক কর্মকারের পুত্র দিপু কর্মকার (১৪) কে পইল উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে পেয়ে শিক্ষার্থীরা ইভটিজিংয়ের অভিযোগে তাদেরকে আটক করে মারধোর করে। পরে প্রধান শিক্ষক সদর থানায় খবর দিলে এসআই কে এম রাসেলের নেতৃত্বে একদল পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে আসেন। এদিকে থানায় আটক দুই ছাত্র এ প্রতিনিধিকে জানায়, তারা তাদের বন্ধুর সাথে দেখা করতে গিয়েছিল। কিন্তু ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষককের কথামতো অন্যায়ভাবে তাদেরকে মারধোর করে পুলিশে ধরিয়ে দেয়া হয়। এ নিয়ে অভিভাবকদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে এসআই রাসেল জানান, প্রধান শিক্ষক দুইজনকে পুলিশে দিয়েছেন।