Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সহকারী সেটেলম্যান্ট অফিসার মুকবুল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা জরিপ বিভাগের আপিল অফিসার মুকবুল হোসেন সুচিউড়া গ্রামের একটি মামলার জন্য ৩ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। সুচিউড়া গ্রামের মৃত অনু মিয়া তালুকদার প্রায় ৬০ বৎসর পূর্বে মৃত্যুবরণ করেন। তিনি চার ছেলে দুই মেয়ে রেখে মৃত্যুবরণ করেন। অনু মিয়া তালুকদার মৃত্যুবরণের প্রায় ১৫ বৎসর পর ভাই-বোনদের মধ্যে সমস্ত সম্পত্তি বাট-বাটোয়ারা হয়। সবাই যার যার জমি-জমা ভিটা প্রায় ৪৫ বৎসর যাবত ভোগ দখল করিয়া আসছে। শানু মিয়া, নছিব উল্লা, আবু মিয়া তাদের বাটোয়ারা জমি অনেক বিক্রি করে দিয়েছেন এবং অনেক জমি তাদের দখলে আছে। ৪৫ বৎসর এর মধ্যে ভাই-বোনদের মধ্যে বাট-বাটোয়ারা নিয়া ঝামেলা হয় নাই। তাদের ছোট ভাই জলু মিয়াকে জোর পূর্বক একটি জমি তারই ভাগে দেয়। জেএল নং-১০২, মৌজা-অলিপুর, দাগ নং-২৩৩ ভূমি জলু মিয়া ও তা মেনে নেয়। ঐ জমি রাস্তার পার্শ্বে থাকাতে ফসল কম হইত এবং গরু ছাগলে নষ্ট করে। এর কারণে অন্য ভাইরা এই জমিটা নেয় নাই। প্রায় ৪৫ বৎসর পর বিভিন্ন কোম্পানি আসাতে জমির মূল্য বেড়ে যায়। এখন তারা ওই জমির অংশ দাবী করছে। এদিকে, পরসম্পদ লোভী আবু মিয়া সুফি মোস্তফা কামাল আছকির পিতা-মৃত হাজী সক্কর, সাং-সুচিউড়া, ৫ শতক ভুমি ক্রয় করার জন্য মালিক জলু মিয়ার বাড়িতে যান। প্রায় ৪/৫ দিন জমির মাালিকের বাড়িতে গিয়ে ছিলেন। জমি দামে বনি বনা না হলে পরসম্পদ লোভী আবু সুফি মোস্তফা কামাল আছকির, অনু মিয়া তালুকদার ওয়ারিশানদের লোভ দেখাইয়া তাদের কাছ থেকে ২ নম্বর মাঠ পরচা বানাইয়া দখল না থাকাতে দখল দেখাইয়া এসএ রেকর্ড দেখাইয়া অনিয়ম ভাবে ৭ শতক এর একটি দলিল করেন এবং এ জমি নিয়ে আদালতে বিভিন্ন মামলা-মোকদ্দমা চলমান রেখেও দলিল দিয়ে এসি ল্যান্ড অফিসে নামজারীর জন্য আবেদন করেন। আবেদনের পর তহশিলদার সরে জমিনে গেলে দেখতে পায় যে, জমির মালিক জলু মিয়া এবং দখলেও জলু মিয়া। জমির মালিক জানতে পারায় সঙ্গে সঙ্গে এসি ল্যান্ড অফিসে নামজারীর আবেদন খারিজ করার জন্য আবেদন করেন। এসি ল্যান্ড নামজারীর নথী দেখিয়া সরে জমিনে তদন্ত করে নামজারী আবেদন খারিজ করেন। এরকম দুই বার সত্য গোপন করে নামজারী করার জন্য আবেদন করেন। দুই বার নামজারী আবেদনই খারিজ করেন এসিল্যান্ড অফিসার। নামজারী মোকদ্দমা নং-২০৩৬/১৪ইং ৪৩৬০/১৪ইং। কিন্তু তারা নামজারী করতে না পারায় জলু মিয়াকে হয়রানী করার জন্য একের পর এক বিভিন্ন মিথ্যা মামলা দায়ের করেন। ঐ ভূমিতে শান্তিপূর্ণ ভাবে জলু মিয়া ভোগ দখলে আছেন এবং ভূমিতে একটি টিনের ঘর পাকা ঘর নির্মাণ আছে। পরসম্পদ লোভী আবু সুফি মোস্তফা কামাল আছকির কোন রাস্তা না পাওয়ায় সেটেলম্যান্ট অফিসে ৩০ ধারা মিস মামলা দায়ের করেন। কিন্তু এতেও লোভী আছকির কোন পায়দা পায়নি। বরং দালাল বাটপারদের নিয়ে বিভিন্ন চক্রান্ত করতেই থাকে। ৩০ ধারার নকল নিয়া আবার সে আপিল মোকদ্দমা দায়ের করেন। এদিকে, সানু মিয়া, আবু মিয়া, পিতা-মৃত অনু মিয়া, তাদের অংশ নিয়া দখলে আাছেন। অনেক জমি একাই বিক্রি করেছেন। তারপরও তারা তাদের ছোট ভাই জলু মিয়ার জমিতে ভাগ বসায়। মাঠ পর্চা নেওয়ার জন্য ৩০ ধারার মিস মামলা দায়ের করেন। সেটেলম্যান্ট অফিসার সকল কাগজ পত্র দেখিয়া তাদের মামলা খারিজ করেন। এরপর তারা আবার আপিল মামলা দায়ের করেন। আবু সুফি মোস্তফা কামাল আছকির, পিতা-মৃত ছক্কর মিয়া, সানু মিয়া পিতা-মৃত অনু মিয়া যার মামলা নং-১২৯১/১২ইং ৪৮৫৭/১৫ইং ৬১১৮/১৫ইং। কয়েক মাস পর আপিল মামলার এয়ারিং শুরু হয়। মকবুল হোসেন আপিল মামলার দায়িত্ব নিয়ে হবিগঞ্জে আসেন। উভয় পক্ষকে ১৮/০২/১৬ইং তারিখে হাজির হওয়ার জন্য নোটিশ দেওয়া হয় এবং ঐ তারিখে উভয় পক্ষ হাজির হন। হাজির হয়ে সানু মিয়া, আবু মিয়া এবং আবু সুফি মোস্তফা কামাল আছকির তারা অফিসের পরিবেশ নষ্ট করে এবং পেরেস্কার কে ভয় দেখায় মাঠ পর্চা তাদের নামে দেয়ার জন্য। জমির মালিক জলু মিয়ার অবস্থা দেখে আজও কাগজপত্র দাখিল করার জন্য সময় চান এবং পরবর্তী সময় দেওয়া হয় ২৮/০২/১৬ ইং তারিখে। উক্ত তারিখে উভয়পক্ষ উপস্থিত হন। সহকারী সেটেলম্যান্ট অফিসার মুকবুল হোসেন ১ম পরে জবানবন্দি তারা ওয়ারিশান সূত্রে পান। ২য় পরে জলু মিয়ার জবানবন্দি বিল্লয় বাটোয়ারা মতে ঐ ভিটা আমাকে দেয়া হয় ৪৫ বৎসর যাবত আমি ভোগ দখলে আছি এবং ১ম প অনেক ভূমি নিজে একা বিক্রি করেছেন দলিলে উল্লেখ আছে যে, বিল্লয় বাটোয়ারা মতে অংশীদার হয়ে বিক্রি করেছেন। আরও অনেক তাদের দখলে আছে। ঐ সব দলিলপত্র দেখিয়াও সে ১ম পকে আশ্বস্থ করেন যে আমাকে কিছু দিনের সময় দেন আমি আপনাদেরকেই দেব। প্রায় এক মাস পর আপিল অফিসার মকবুল হোসেন কে জিজ্ঞেস করলে বলে ১ম পক্ষ ৩ লাখ টাকা দেবে বলেছে। আপনি আমাকে ৩ লাখ টাকা দিয়ে দিবেন। এ প্রস্তাবে জলু মিয়া রাজি না হলে মকবুল হোসেন ও পরসম্পদ লোভী আবু সুফিয়ান আছকিরের সাথে ৩ লাখ টাকা চুক্তি করেন। এবং আশ্বস্থ করেন। যে কোন উপায়ে প্রয়োজনে এই মামলাটি সিলেট ট্রান্সফার করে। আমি আপনাকে তাদের মাঠ থেকে ৭ শতাংশ মাঠ পর্চা দিয়ে দিব। ঘুষকোর মুকবুল হোসেন বলে যে, সে নাকী ২ কোটি টাকা দিয়ে হবিগঞ্জ অলিপুর মৌজা আপিল মামলার জন্য আসেন। আগে সে হবিগঞ্জে ছিল তার দুর্নীতির কারণে বিভিন্ন পত্র-পত্রিকাতে লেখালেখি হলে তার কুকৃর্তির কারণে তাকে হবিগঞ্জ থেকে বিদায় করা হয়। এরপরও সে হবিগঞ্জ অলিপুর কোম্পানি এলাকায় টাকার লোভ সামলাতে পারেনি। সে হবিগঞ্জ এসেই আবার লুটপাট শুরু করে। ঐ মামলাটি রায় না লিখে ৩ লাখ টাকা চুক্তি করে ঘুষখোর মুকবুল হোসেন মামলাটি সিলেটে ট্রান্সফার করেন এবং আর দুটি মামলার জন্য ৬ লাখ টাকা নিয়ে জলু মিয়ার দখলের জমি আরেক জনকে দিয়ে দেয়। এর জন্য যেকোন সময় দুর্ঘটনা ঘটাতে পারে। সে লাখ লাখ টাকা নিয়ে এক জনের জমি আরেক জনকে দিয়ে দিচ্ছে। তার অপকর্মের কারণে বিভিন্ন জমির মালিকরা দিশেহারা হয়ে পড়েছেন। সকল হয়রানীর জমির মালিকরা লোভী মুকবুল হোসেনকে অবিলম্বে বদলী করে এলাকার জনসাধারণকে আর্থিক, শারীরিক ও মানসিক তি থেকে মুক্ত করার দাবী জানান।