Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

তামাক মুক্ত দিবস পালিত

স্টাফ রিপোর্টার ॥ সাদামাটা ‘মোড়ক-তামাক নিয়ন্ত্রণে আগামী দিন’ এ প্রতিপাদ্য বিষয় নিয়ে হবিগঞ্জে বিশ্ব তামাক মুক্ত দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে জেলা স্বাস্থ্য বিভাগ নানা কর্মসূচির আয়োজন করে। গতকাল মঙ্গলবার সকাল ৯টায় হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল ক্যাম্পাস থেকে তামাক মুক্ত জনসচেতনতামূলক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। জেলা প্রশাসক সাবিনা আলম, সিভিল সার্জন ডাঃ দেবপদ রায়, তত্ত্বাবধায়ক অরুণ কুমার পাল, অতিরিক্ত সিভিল সার্জন ডাঃ মোঃ কামরুল ইসলামসহ সকল স্বাস্থ্য কর্মী, সীমান্তিক তামাক মুক্ত সিলেট প্রকল্পের জেলা সমন্বয়কারী সৈয়দ হামিদুর রহমান, এনজিও প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ র‌্যালীতে অংশগ্রহন করেন। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সিভল সার্জনের সভাকক্ষে এক আলোচনায় মিলিত হয়। সভায় বক্তৃতারা বলেন নতুন প্রজন্মকে তামাকের বিষাক্ত ক্ষতিকর প্রভাব থেকে মুক্ত রাখতে তাদের মাঝে সচেতনতা বৃদ্ধি প্রয়োজন।
পরে তামাক মুক্ত দিবস উপলক্ষে হবিগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার জামিল।