Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

হবিগঞ্জ পৌরসভায় ‘আরো ভালোর জন্য পরিবর্তন’ শীর্ষক কর্মশালা

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ পৌরসভায় অনুষ্ঠিত হয়েছে ‘জনসেবায় কাইযেন’ কর্মশালা। জাপানী সংস্থা জাইকা ও বাংলাদেশ জনপ্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এ কর্মশালা পরিচালনা করেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমীর প্রশিক্ষণ বিশেষজ্ঞ খান মোঃ মাইনুদ্দিন হক। গতকাল সকালে হবিগঞ্জ পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত ওই কর্মশালায় সভাপতিত্ব করেন হবিগঞ্জ পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র দীলিপ দাস। অনুষ্ঠানের সমন্বয়কারী হবিগঞ্জ পৌরসভার সচিব মোহাম্মদ নূরে আলম সিদ্দিকীর উপস্থাপনায় কর্মশালায় হবিগঞ্জ পৌরসভার বিভিন্ন সেকশনের প্রতিনিধিগন অংশগ্রহণ করেন। কর্মশালার উপস্থাপনায় বলা হয় ‘কাইযেন’ একটি জাপানী শব্দ। ‘কাই’ অর্থ ‘পরিবর্তন’ ও ‘যেন’ অর্থ ‘আরো ভাল’। সব মিলিয়ে এর অর্থ দাড়ায় ‘আরো ভালোর জন্য পরিবর্তন’। কাইযেন কর্মসূচীর মাধ্যমে জনগনকে সন্তোষ্ট করতে সেবা সংশ্লিষ্ট কর্মকান্ড বাস্তবায়ন করা হবে। কর্মশালায় সীমিত সম্পদ ও জনবল ব্যবহার করে সারা দেশের মতো হবিগঞ্জ পৌরসভায়ও কোন অভিনব সেবা মূলক কর্মকান্ড দিয়ে নজীর স্থাপনের ব্যাপারে আলোচনা হয়।
প্রতিযোগিতামূলক এ কর্মসূচী দিয়ে শ্রেষ্টত্ব অর্জন করতে পারলে একদিকে যেমন জনগন উপকৃত হবে, অন্যদিকে হবিগঞ্জ পৌরসভার সুনামও অর্জিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন কর্মশালায় অংশগ্রহণকারী আলোচকগন।