Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে বিদ্রোহীদের জয় জয়কার ॥ বিএনপির চরম ভরাডুবি ॥ প্রার্থী মনোনয়নে ভুল ছিল সরকারী দলের

আবুল হোসন সবুজ, মাধবপুর থেকে ॥ মাধবপুর উপজেলার ১১টি ইউনিয়নে ৫ম দফা নির্বাচনে বিএনপির চরম ভরাডুবি ঘটেছে। ক্ষমতাসীন আওয়ামীলীগও ভাল ফলাফল করতে পারেনি। জয় জয়কার হয়েছে বিদ্রোহী ও স্বতন্ত্র প্রার্থীদের। ২৮মে অনুষ্ঠিত ইউপি নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী ৪টি, বিএনপির মাত্র ২টিতে এবং বাকী ৫টিতে বিজয়ী হয়েছে স্বতন্ত্র প্রার্থী। বিজয়ী ৫স্বতন্ত্র প্রার্থীর মধ্যে বেশীর ভাগই আওয়ামীলীগের সদ্য বহিস্কৃত।
বিএনপির ভরাডুবি এবং আওয়ামীলীগের অসন্তোষজনক ফলাফল নিয়ে মাধবপুরে আলোচনা চলছে। বিশ্লেষকরা মনে করেন, প্রার্থী মনোনয়নে ভুল সিদ্ধান্তের কারণেই ভাল ফলাফল করতে পারেনি। এছাড়া বিএনপির সাংগঠনিক অবস্থা দুর্বল থাকার কারণে ভরাডুবি হয়েছে।
১নং ধর্মঘর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী ফারুক আহম্মেদ ৬ হাজার ৩শ ৩৯ভোট পেয়ে হেরেছেন। বিএনপির উপজেলা সাধারণ সম্পাদক ৬ হাজার ৮শ ৬৯ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ২নং চৌমুহনীতে ১০ হাজার ৩শ ৩৪ ভোট পেয়ে আওয়ামীলীগ প্রার্থী আপন মিয়া জয়ী হয়েছেন। এখানে বিএনপির প্রভাবশালী নেতা মাহবুবুর রহমান সোহাগ ৬ হাজার ১শ ৯৪ ভোট পেয়ে ধরাশায়ী হয়েছেন। ৩নং বহরায় আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মোঃ আরিফুর রহমান ৭ হাজার ১শ ৩০ ভোট পেয়ে বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। আওয়ামীলীগ প্রার্থী ৫ হাজার ১শ ৭০ ভোট পেয়ে ২য় স্থানে রয়েছেন। ৪নং আদাঐরে আওয়ামীলীগ প্রার্থী ফারুক পাঠান ৪ হাজার ৩শ ৪৬ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপির মীর খুর্শেদ আলম ৩ হাজার ১শ ২২ ভোট পেয়েছেন। ৫নং আন্দিউড়ায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ৫ হাজার ৪শ ৩৮ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপির অলি উল্লাহ ৩ হাজার ৫শ ৯৮ ভোট পেয়ে ২য় স্থানে রয়েছেন। ৬নং শাহজাহানপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আব্দুর রাজ্জাক নৌকা প্রতীকে পরাজিত হয়েছেন। তিনি ১ হাজার ৮শ ৮৯ ভোট পেয়ে ৪র্থ স্থানে রয়েছেন। ওই্ ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী বাবুল হোসেন খান পেয়েছেন ৪ হাজার। তাকে নৌকা প্রতীক দেওয়া হলে তিনি নিশ্চিত জয়ী হতেন। স্বতন্ত্র প্রার্থী ৫ হাজার ৭শ ১১ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ৭নং জগদীশপুরে ৭ হাজার ৪শ ১৩ ভোট পেয়ে শফিকুল ইসলাম জয়ী হয়েছেন। বিএনপি প্রার্থী আজিজুর রহমান বাচ্চু পেয়েছেন ৬ হাজার ৬শ ৬৫ ভোট। ৮নং বুল্লায় আওয়ামীলীগের শিল্পপতি প্রার্থী বশির মিয়া ২ হাজার ৭শ ৫৮ ভোট পেয়েছেন। আওয়ামীলীগের বিদ্রোহী মিজানুর রহমান ভোট পেয়েছেন ৩ হাজার ২শ ২০ ভোট। স্বল্প ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী শামসুল ইসলাম মামুন ৩ হাজার ৪শ ৪৫ ভোট পেয়ে জয়ী হয়েছেন। ৯নং নোয়াপাড়ায় আওয়ামীলীগ প্রার্থী মোজাহিদ বিন ইসলাম পেয়েছেন ৪ হাজার ৪০ ভোট। ৬ হাজার ১শ ৮৬ ভোট পেয়ে ৭ম বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সৈয়দ মোঃ আলমগীর। ১০নং ছাতিয়াইনে নৌকার মাঝি হয়েছিলেন খায়রুল হোসাইন মনু। ৩ হাজার ৮শ ২৮ ভোট পেয়ে ২য় স্থানে রয়েছেন। আওয়ামীলীগের পরীক্ষিত নেতা শহীদ উদ্দিন আহম্মেদ ৪ হাজার ৭শ ৪০ ভোট পেয়ে জয়ী হয়েছেন। বিএনপির প্রভাবশালী নেতা মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ ৩ হাজার ২শ ১৭ভোট পেয়ে ৩য় স্থানে রয়েছেন। ১১ নং বাঘাসুরায় স্বতন্ত্র প্রার্থী শাহাব উদ্দিন ৬ হাজার ৬শ ৯৬ ভোট পেয়ে জয়ী হলেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামীলীগ প্রার্থী আলা উদ্দিন তালুকদার বেনু মিয়া ৬ হাজার ৭৭ ভোট পেয়ে ২য় স্থানে রয়েছেন।