Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

২০১৩ সালের শেষ দিকে চুনারুঘাটে ১৫ ডাকাতি

নুরুল আমিন, চুনারুঘাট থেকে ॥ ২০১৩ সালের শেষ দিকটা ছিল চুনারুঘাটবাসীর জন্য আতংক-উৎকন্ঠার। খুন-খারাবি, ছিনতাই, লুটের পাশাপাশি এখানে ঘটেছে বহু ডাকাতির ঘটনা। ওই সব ডাকাতির কারণে কোন কোন গ্রামে শান্ত পরিবেশ আতংকের জনপদে পরিণত হয়। সাধারন মানুষজন রাতের ঘুমকে হারাম করে গ্রামে গ্রামে বসায় পাহারা। থানা পুলিশ চাঞ্চল্যকর ওইসব ডাকাতির ঘটনায় দু’একদিন তৎপরতা দেখালেও পরে চুপসে যায়। ডাকাতির ঘটনায় থানায় নেয়া হয় চুরির মামলা। ২৫ আগষ্ট রাতে চুনারুঘাট উপজেলার রানীগাও ইউনিয়নের হাকাজুরা গ্রামের জব্বর ডাক্তারের বাড়ীতে ডাকাতি সংঘটিত হয়। ডাকাতরা গৃহকর্তা ও তার কন্যা শাবানা (৩০) কে মারধোর করে স্বর্নালংকারসহ ৪ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। একই মাসে সাটিয়াজুড়ি ইউনিয়নের ইছাকুটা গ্রামের ইউপি সদস্য আঃ রশিদের বাড়ীতে ১৫/১৬ জনের ডাকাত দল হানা দেয়। ডাকাতরা পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে সাড়ে ৩ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। ২৮ আগষ্ট আহমদাবাদ ইউনিয়নের বনগাঁও গ্রামের সেলিম মিয়ার বাড়ীতে ৭/৮ জনের ডাকাত দল ঢুকে পরিবারের সবাইকে হাত-পা বেধে জিম্মি করে লুটপাট চালায়। ডাকাতরা ছোট শিশুদেরকেও মারধর করে। ডাকাতরা লুট করে নিয়ে যায় স্বর্নালংকারসহ ৪ লাখ টাকার মালামাল। ৩০ সেপ্টেম্বর দেওরগাছ ইউনিয়নের আমকান্দি, লক্ষীপুর, রাজাপুর ও হাতুন্ডা গ্রামে ডাকাতি সংঘটিত হয়। এ সময় জনতার হাতে দু’ডাকাত আটক হয়। ৫ ডিসেম্বর গভীর রাতে উপজেলার আহমদাবাদ ইউনিয়নের গোছাপাড়া গ্রামের জামি মিয়ার বাড়ীতে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। গৃহকর্তা জামি জানান, রাত প্রায়  ৪টার সময় ডাকাতরা ঘরে প্রবেশ করে সবাইকে জিম্মি করে লুটপাট চালিয়ে ৫ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ সময়ে উপজেলার শানখলা, রানীগাও, গাজীপুর ও মিরাশী ইউনিয়নের বিভিন্ন গ্রামে ডাকাতির ঘটনা ঘটে। গ্রামের মানুষজন ওইসব ঘটনায় প্রতিবাদমুখর হয়ে উঠেন। প্রতিবাদ সভা থেকে পুলিশকে দেয়া হয় ডাকাতদের নাম-ঠিকানা। কিন্তু ওইসব দাগী অপরাধীদের একজনকেও এখনও আটক করতে পারেনি পুলিশ।