Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সামগ্রিক মান ব্যবস্থাপনার মাধ্যমে জনসেবার মান উন্নয়নের উদ্যোগ

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশে চাকুরীজীবিরা এখন যে সুযোগ সুবিধা পান সামগ্রিক অর্থনীতি বিবেচনা করলে তা অত্যন্ত ভাল। এখন কেউ চাইলে ঘুষ না খেয়েও ভালভাবে চলতে পারে। সরকারের দেয়া সুবিধার বিনিময়ে আমাদেরকেও ভাল সেবা প্রদান করতে হবে। এ ক্ষেত্রে অনেক সমস্যা ও সীমাবদ্ধতা রয়েছে। তবে ছোট ছোট উদ্যোগের মাধ্যমে অবশ্যই সেবার মান বাড়ানো সম্ভব। ২য় বিশ্বযুদ্ধের পর জাপানের ঘুরে দাড়ানোর পিছনেও ছিল এ ধরণের উদ্যোগ।
গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সামগ্রিক মান ব্যবস্থাপনার মাধ্যমে জনসেবার মানোন্নয়ন বিষয়ক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক আলী ইউসুফ মোহাম্মদ সুলতান নুর এ কথা বলেন।
বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র, জেলা প্রশাসন ও জাইকার সহযোগিতায় আয়েজিত সেমিনারে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সাবিনা আলম। অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোহাম্মদ আবদুর রউফ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউল আলম, এডিএম এমরান হোসেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী আব্দুল কুদ্দুছ প্রমুখ।