Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে ইউনিয়ন নির্বাচন সম্পন্ন ॥ আ’লীগ-৫, আ’লীগ বিদ্রোহী-২, স্বতন্ত্র-৪ বিএনপি-১ এবং বিএনপি বিদ্রোহী-১

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া নবীগঞ্জ উপজেলার ১৩ ইউনিয়নে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৫টিতে আওয়ামীলীগ, ২টিতে আওয়ামীলীগ বিদ্রোহী, ৪টিতে স্বতন্ত্র, বিএনপি ১জন এবং বিএনপি ১জন প্রার্থী নির্বাচিত হয়েছেন।
সন্ধ্যার পর কাজির বাজারে বিজিবির সাথে জনতার সংঘর্ষ হয়েছে। এ সময় বিজিবি গুলি ছুড়ে। অপর দিকে মোক্তাহার কেন্দ্রে দু’মেম্বার প্রার্থী লোকজন ফলাফল নিয়ে সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। নির্বাচনে বিজয়ী চেয়ারম্যানগণ হচ্ছেন- ১নং পশ্চিম বড় ভাকৈর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী সাবেক চেয়ারম্যান সত্যজিত দাশ (চশমা) ৩৩৭৩ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ প্রার্থী সমর চন্দ্র দাশ (নৌকা) পেয়েছেন ২২৪১ ভোট।
২নং পূর্ব বড় ভাকৈর ইউনিয়নে বিএনপির বিদ্রোহী প্রার্থী সাবেক চেয়ারম্যান মোঃ আশিক মিয়া (ঘোড়া) ২৫৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ প্রার্থী বর্তমান চেয়ারম্যান মেহের আলী মালদার (নৌকা) পেয়েছেন ২২০৩ ভোট।
৩নং ইনাতগঞ্জ ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী বজলুর রশীদ বজলু (আনারস) ৩৯৩৬ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মোঃ সাইদউদ্দিন মোটর সাইকেল পেয়েছেন ৩৬৪২ ভোট।
৪নং দীঘলবাক ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক চেয়ারম্যান আবু সাঈদ এওলা (নৌকা) ৭১৩৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী মোঃ ছালিক মিয়া (আনারস) পেয়েছেন ৪৮৬১ ভোট।
৫নং আউশকান্দি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী লন্ডন প্রবাসী মুহিবুর রহমান হারুন আনরস ৫৫২৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আওয়ামী লীগ প্রার্থী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বর্তমান চেয়ারম্যান দিলাওর হোসেন (নৌকা) পেয়েছেন ৩৮৮৭ ভোট।
৬নং কুশি ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী সাবেক চেয়ারম্যান ও লন্ডন প্রবাসী আলী আহমেদ মুসা (নৌকা) ৪২৪০ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান সৈয়দ খালেদুর রহমান খালেদ (ধানের শীষ) পেয়েছেন ৩৫৮৫ ভোট।
৭নং করগাও ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ছাইম উদ্দিন (ধানের শীষ) ৭৫৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্মলেন্দু দাশ রানা (নৌকা) পেয়েছেন ৭২৩১ ভোট।
৮নং সদর ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী জাবেদুল আলম চৌধুরী সাজু ৫১৫৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান হাজী আব্দুল মোক্তাদির চৌধুরী (ধানের শীষ) পেয়েছেন ৪৩৯০ ভোট।
৯নং বাউসা ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আবু সিদ্দিক (নৌকা) ৫৮৯৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক চেয়ারম্যান আব্দুল হাই এর স্ত্রী স্বতন্ত্র প্রার্থী ডেইজি সিদ্দিকা (আনারস) পেয়েছেন ৩৫১৮ ভোট।
১০নং দেবপাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান অ্যাডঃ জাবেদ আলী ঘোড়া ৪১৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক চেয়ারম্যান আ.ক.ম ফখরুল ইসলাম কালাম স্বতন্ত্র প্রার্থী (আনারস) পেয়েছেন ৩৭৬৮ ভোট।
১১নং গজনাইপুর ইউনিয়নে উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান এমদাদুর রহমান মুকুল (নৌকা) ৪৯৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগের বিদ্রোহী আবুল খায়ের গোলাপ (আনারস) পেয়েছেন ৪১২৮ ভোট।
১২নং কালিয়ারভাঙ্গা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী নজরুল ইসলাম (ঘোড়া) ৩৭২৬ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি সাবেক চেয়ারম্যান ইমদাদুল হক চৌধুরী (নৌকা) পেয়েছেন ৩৫৯৯ ভোট।
১৩নং পানিউমদা ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ইজাজুর রহমান (নৌকা) ৪১৪০ পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী আব্দুর রহমান (ঘোড়ার) পেয়েছেন ৩৮০৬ ভোট।