Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

কঠোর নিরাপত্তায় লাখাই’র ৬ ইউপিতে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত ॥ স্বতন্ত্র প্রার্থীদের জয়জয়কার আওয়ামীলীগ ২ ॥ বিএনপি ১

আবুল কাশেম, লাখাই থেকে ॥ সকল উদ্বেগ আর উৎকণ্ঠাকে এরিয়ে লাখাই উপজেলার ৬টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে গতকাল শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা চলে ভোট গ্রহণ। লাখাই ১নং সদর ইউনিয়নে বিএনপি মনোনীত চেয়ারম্যান প্রার্থী আরিফ আহমেদ রূপন ৫৫০১ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। আওয়ামীলীগ মনোনীত তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী আলমগীর আহমেদ মাহফুজ পেয়েছেন ৫৩৪৯ ভোট।
২নং মুড়াকরি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবুল কাশেম মোল্লা (মটর সাইকেল প্রতীকে) ৩৯৬৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি প্রার্থী সালাহ উদ্দিন (চশমা প্রতীকে) পেয়েছেন ৩১৮৩ ভোট।
৩নং মুড়িয়াক ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম মলাই (আনারস প্রতীকে) ৪৯০৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মাসুক মিয়া (চশমা প্রতীকে) পেয়েছেন ৩০৮২ ভোট।
৪নং বামৈ ইউনিয়নে স্বতন্ত্র চেয়াম্যান প্রার্থী এনামুল হক মামুন (টেবিল ফ্যান প্রতীকে) ২৪৭২
ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিন্দন্দ্বি প্রার্থী ফারুক আহমেদ (টেলিফোন প্রতীকে) পেয়েছেন ২০০৬ ভোট।
৫নং করাব ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী (নৌকা প্রতীকে) ৪৩২৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। তার নিকটতম প্রতিন্দন্দ্বি স্বতন্ত্র প্রার্থী বাদশা মিয়া (মটর সাইকেল প্রতীকে) পেয়েছেন ৩৫৭৬ ভোট।
৬নং বুল্লাহ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোকতার হোসেন বেনু (নৌকা প্রতীকে) ৩৫১৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। বিএনপি মনোনীত তার নিকটতম প্রতিন্দন্দ্বি প্রার্থী আবুল কালাম আজাদ (ধানের শীষ প্রতীকে) পেয়েছেন ১৬৯৪ ভোট।