স্টাফ রিপোর্টার ॥ বাহুবল উপজেলার করাঙ্গী নদীর রেল ব্রীজের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ (৫৫) উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় বাহুবল থানা পুলিশ ওই ব্যক্তির লাশ উদ্ধার করে।
বাহুবল থানার ওসি ওয়াহিদুর রহমান বলেন, হবিগঞ্জের বাহবল উপজেলার রশিদপুর রেল ষ্টেশন ও সাটিয়াজুড়ির মাঝামাঝি করাঙ্গী নদীর রেল ব্রীজের নিচ থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। এ ব্যাপারে ওসি জানান, অজ্ঞাত ব্যক্তিটিকে খুন করা হয়েছে কিনা তা তদন্ত করে দেখা হবে। তবে স্থানীয়রা জানান, ওই ব্যক্তিকে খুন করে চলন্ত ট্রেন থেকে নিচে ফেলে দেয় দুর্বৃত্তরা।