Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

আজ লাখাইয়ে ৬টি ইউনিয়নে নির্বাচন ॥ আইন শৃংখলা বাহিনী চোখে পড়ার মতো

আবুল কাশেম, লাখাই থেকে ॥ লাখাই উপজেলার ৬টি ইউনিয়নে আজ ভোট হচ্ছে। ইতিমধ্যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করেছে উপজেলা নির্বাচন অফিস। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এক টানা ভোট নেয়া হবে। ভোট নিয়ে নানা উদ্বেগ-উৎকন্ঠা থাকলে ও নির্বাচন কমিশনের শীর্ষকর্তারা জানিয়েছেন, অতীতের ধাপের অনিয়ম ও সহিংসতার ঘটনার পুনরাবৃত্তি রোধে কমিশন বেশ কিছু ব্যবস্থা নিয়েছে। তাই আজ ভোটে এ ধরনের প্রবণতা কমে আসবে বলে আশা করা যাচ্ছে।
৫ম ধাপের ইউপি নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার মোঃ রফিকুল ইসলাম বলেছেন, নির্বাচনে ইচ্ছা বা অনিচ্ছায় কোনো রকম অনিয়ম বা সহিংসতা কঠোর হাতে দমন করা হবে। অনিয়মের ঘটনা ঘটলে দায়িত্ব পালনকারীদের জবাবদিহি করতে হবে। কেউ দায়িত্ব এড়ালে বা দায়িত্ব পালনে ব্যর্থ হলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে যে কোনো ধরনের বিশৃংখলা ঠেকাতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছেন। ভোটাররা যাতে সুন্দর ভাবে ভোট দিতে পারে সে লক্ষ্যে প্রতিটি কেন্দ্র পুলিশ, বিজিবি, র‌্যাবও আনসার সহ ২০ থেকে ২২জন সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ৭জন ম্যাজিষ্টেট, ৩টি স্টাইকিং ফোর্স ও ১৫টি মোবাইল টিম কাজ করবে। নির্বাচন অফিসের তথ্য অনুযায়ী, লাখাই উপজেলায় মোট ভোটার সংখ্যা ৯৮হাজার ৪৮৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪৮হাজার ৭৯৬ জন ও নারী ভোটার ৪৯হজার ৬৯০ জন। ভোট কেন্দ্রের সংখ্যা ৫৪ ও ভোট কক্ষের সংখ্যা ২৪৮টি। নির্বাচনে ৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৪৩ জন প্রার্থী, সংরক্ষিত মহিলা পদে ৬৩ জন প্রার্থী, সাধারণ পুরুষ ২৬৪ জন প্রার্থী। পুরো উপজেলায় মোট ৩৭০ জন প্রার্থী নির্বাচনী মাঠে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। করাব ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচনী মাঠে রয়েছেন বর্তমান চেয়ারম্যান আব্দুল হাই কামাল (নৌকা প্রতীক), মোঃ নুরুল আমীন চৌধুরী (ধানের শীষ), জুয়েল রানা (ঘোড়া প্রতীক), বাদশা মিয়া (মোটর সাইকেল), ছফিল মিয়া (আনারস প্রতীক)। লাখাই ইউনিয়নে চেয়ারম্যান পদে আলমগীর আলম তালুকদার মাফুজ (নৌকা প্রতীক), আরিফ আহমেদ রূপন (ধানের শীষ প্রতীক), মোঃ এনামুল হক চৌধুরী (ঘোড়া প্রতীক), জহিরুল ইসলাম হান্নান (আনারস), মুড়াকরি ইউনিয়নে চেয়ারম্যান পদে, এম তাজুল ইসলাম (নৌকা প্রতীক), মোঃ আব্দুল কাদের (ধানের শীষ), সালাউদ্দিন (চশমা প্রতীক), আবুল কাশেম মৌল্লা (মোটর সাইকেল)। মুড়িয়াক ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান নুরুজ্জামান মৌল্ল (নৌকা প্রতীক), মোঃ আবু লাল মিয়া (ধানের শীষ), মোঃ নাসির উদ্দিন (ঘোড়া প্রতীক), মোঃ মাসুক মিয়া (চশমা প্রতীক), রফিকুল ইসলাম (আনারস)। বামৈ ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান মাহফুজুল আলম মাফুজ (নৌকা প্রতীক), শেখ ফরিদ মিয়া (ধানের শীষ), মোঃ এনামুল হক মামুন (টেবিল ফ্যান), রাসেল আহম্মদ (চশমা), ওমর ফারুক (দুটি পাতা), জুনু আহমেদ জীবন (মোটর সাইকেল), হাফিজুল হক (অটোরিক্সা), ফারুক আহমেদ (টেলিফোন), এম, এ ওয়াহেদ (হাত পাকা), মোঃ হারুনুর রশিদ (ঘোড়া), কাউছার আহমেদ (ঢোল প্রতীক)। বুল্লা ইউনিয়নে চেয়ারম্যান পদে বর্তমান চেয়ারম্যান শেখ মুক্তার হোসেন বেনু (নৌকা প্রতীক), মোঃ আবুল কালাম আজাদ (ধানের শীষ), মোঃ কাঞ্চন (আনারস), মোঃ মোবারক হোসেন (ঘোড়া প্রতিক), অমূল্য চন্দ্র রায় (ঢোল প্রতীক), মোঃ নাছির উদ্দিন (লাঙ্গল প্রতীক), মোঃ গিয়াস উদ্দিন (টেবিল ফ্যান), মোঃ জামাল উদ্দিন ভূইয়া (মোটর সাইকেল), মোঃ মহিবুর রহমান চৌধুরী (অটোরিক্সা)।