Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই’র ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প

প্রেস বিজ্ঞপ্তি ॥ রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই-এর আয়োজনে ফ্রি মেডিকেল ও ডেন্টাল ক্যাম্প সম্পন্ন হয়েছে। হবিগঞ্জ শহরতলীর বহুলা সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে আয়োজিত ক্যাম্পে বিনামূল্যে প্রায় ৬০০ রোগীকে ব্যবস্থাপত্র দেয়া হয়। মেডিসিন, শিশু, দন্ত, ডায়াবেটিস, গাইনী ও চক্ষু বিষয়ক চিকিৎসকগণ চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়াও বিনামূল্যে রক্তের গ্র“প নির্ণয় ও ডায়াবেটিস নির্ণয়ের পরীক্ষা করা হয়, এতে প্রায় ৫০০ রোগী অংশগ্রহণ করেন। বিশেষজ্ঞ চিকিৎসক হিসাবে উপস্থিত ছিলেন ডাঃ কামাল, ডাঃ এস এস আল-আমিন সুমন, ডাঃ আলী আহসান চৌধুরী পিন্টু, ডাঃ রোজিনা রহমান, ডাঃ ফেরদৌসী ইসলাম ও ডাঃ বিদ্যুৎ। রক্তের গ্র“প ও ডায়াবেটিস নির্ণয়ে সহযোগিতা করেন টেকনোলোজিস্ট ইমতিয়াজ আহমেদ চৌধুরী তুহিন ও সহযোগিতায় ছিলেন সুমন।
প্রধান অতিথি হিসাবে ক্যাম্পের শুভ উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: শফিউল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এনডিসি আলমগীর হোসেন। রোটারিয়ান নজরুল আলম চৌধুরীর পরিচালনায় আয়োজিত ক্যাম্প উদ্বোধন উপলক্ষে বক্তব্য রাখেন গভর্ণরস স্পেশাল এইড ডাঃ মোঃ জমির আলী, রোটারি ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট ইলেক বাদল কুমার রায়, রোটারি ক্লাব অব হবিগঞ্জের প্রেসিডেন্ট নমিনী তাহমিনা বেগম গিনি, রোটারী ক্লাব অব হবিগঞ্জ সেন্ট্রালের সভাপতি তবারক আলী লস্কর, সিরাজুল ইসলাম, শাহ ফখরুজ্জামান, এডঃ মোকাম্মেল হোসেন, তোকাম্মল হোসেন কালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ এস এস আল-আমিন সুমন। এছাড়া আরো উপস্থিত ছিলেন রোটারী ক্লাব অব হবিগঞ্জ খোয়াই এর প্রেসিডেন্ট ইলেক্ট শফিউল আজম, সেক্রেটারী ইলেক্ট আনোয়ার হোসেন, এস এম আব্দুল মান্নান, হুমায়ুন কবির, শাহ জুবায়ের আহমেদ, সেকুল ইসলাম সরদার, ফাহাদ জনি, হাবিবুর রহমান মুরাদ, সামছুল আলম মারুফ, আনোয়ার হোসন, জসিম উদ্দিন মুরাদ, সৈয়দ আলী আফজাল, আজিজুর রহমান, সৈয়দ আব্দুল বাকী মোঃ ইকবাল ও সৈয়দা তাহমুদা বেগম প্রমুখ।