Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

স্টেক হোল্ডার সভায় জেলা প্রশাসক সাবিনা আলম ॥ হবিগঞ্জকে অচিরেই বাল্য বিয়ে মুক্ত ঘোষণা করা হবে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জের জেলা প্রশাসক সাবিনা আলম বলেছেন, বাল্য বিয়ে একটি সামাজিক ব্যাধি। এই ব্যাধি দুর করে হবিগঞ্জকে অচিরেই বাল্যবিয়ে মুক্ত জেলা ঘোষনা করা হবে। সেই লক্ষ্য কাজ এগিয়ে চলেছে। তবে সবাইকে সচেতন না হলে সেই লক্ষ্য অর্জন করা সম্ভব হবে না।
গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জাতীয় পরিবার পরিকল্পনা ক্যাম্পেইন এর স্টেক হোল্ডার সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন। তিনি বলেন, পরিবার পরিবকল্পনায় মেয়েদের তুলনায় ছেলেদের অংশগ্রহণ কম। মেয়েদেরকে সব সময় বাধ্য করা হয়। তবে সমাজের যে অংশকে পরিবার পরিবল্পনা কার্যক্রমে অংশগ্রহণ করানো জরুরী সেখানে রয়েছে শিক্ষার ঘাটতি আর কুসংস্কার। তাদেরকে সচেতন ও বিশ্বাস সৃষ্টি করাতে না পারলে সরকারের উদ্দেশ্য সফল হবে না। ২০২১ সালের মাঝে দেশকে মধ্য আয়ের দেশে পরিণত করতে হলে সবার আগে প্রয়োজন পরিবার পরিকল্পনা নিশ্চিত করা।
পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক ডা. জসিম উদ্দিন ভূইয়ার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক সফিউল আলম, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী ও সিভিল সার্জন ডা. দেবপদ রায়। বক্তব্য রাখেন, প্রেসক্লাব সভাপতি ফজলুর রহমান, সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান, সহ-সভাপতি সৈয়দ আশরাফ উদ্দিন মামুন ও মাওলানা নুরুল আমিন।