Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

রাধবপুরে চা শ্রমিকরা প্রতীক নয় প্রার্থী দেখে ভোট দেবে

মাধবপুর প্রতিনিধি ॥ ৫ম দফায় ২৮ মে মাধবপুরে ১১টি ইউনিয়নে অনুষ্ঠিত হচ্ছে ইউপি নির্বাচন। নির্বাচনকে ঘিরে প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পাড় করছেন প্রার্থীরা। চারদিকে প্রচারণার সরগরম। শেষ মুহুর্তের প্রচারণায় প্রার্থীরা নিজের জয় নিশ্চিত করতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নির্বাচন নিয়ে চা শ্রমিকদের মধ্যেও উৎসবের কমতি নেই। মাধবপুর উপজেলায় শাহজাহানপুর ও নোয়াপাড়ায় ৫টি চা বাগান রয়েছে। এসব চা বাগানে সাওতাল, মুন্ডা, ভোমিজ, বোনার্জী, উরিষ্যা, তেলেগু সহ বিভিন্ন ক্ষুদ্র ভাষা গোষ্ঠীর বসবাস। চা শ্রমিকরা মূলত নৌকার অনুসারী। তবে এবার ইউপি নির্বাচনে প্রতীকের চেয়ে প্রার্থীকে বেশি পছন্দ করছেন। সুরমা চা বাগানের শ্রমিক নেতা সুদর্শন পান তাতী বলেন, বিগত সময়ে দিনেই শ্রমিকের উন্নয়ন, অধিকার আন্দোলন, পূজা পার্বণ সহ সুখ দুঃখে যে তাদের সাথে ছিলেন এ স্থানীয় নির্বাচনে শ্রমিকরা তাকেই তাদের প্রতিনিধি নির্বাচিত করবেন। অনেকেই দলীয় ভিত্তিতে নির্বাচনে অংশগ্রহণ করলেও বিগত দিনে তারা শ্রমিকদের সঙ্গে বিমাতা সুলভ আচরণ করেছেন। শ্রমিকের উন্নয়নতো দুরের কথা কেউ দুখে কষ্টে মারা গেলেও তার খোঁজ খবর পর্যন্ত নেয়নি। এখন নির্বাচনকে ঘিরে অনেকেই শ্রমিকের উন্নয়নে মন ভুলানো নানা প্রতিশ্র“তি দিচ্ছেন। তেলিয়াপাড়া চা বাগানের শ্রমিক নেতা যোগেশ সাওতাল বলেন, চানপুর চা বাগানে ইকোনোমিক্স যোন স্থাপনের প্রতিবাদে “আমার মাটি আমার মা” আন্দোলনে অনেক দলীয় প্রার্থীকে দেখা যায়নি। তারা বরং আমাদের আন্দোলন নিয়ে হাসি, ঠাট্টা ও তামশা করেছে।