Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে নির্বাচনী অফিসে হামলা বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর

স্টাফ রিপোর্টার ॥ মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বশির মিয়ার বানেশ্বর নির্বাচনী অফিসে হামলা চালিয়েছে স্বতন্ত্র প্রার্থীর লোকজন। হামলায় কমপক্ষ ১০ জন আহত হয়েছে। এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ভাংচুর করা হয়ছে।
সূত্রে জানা যায়, গত ২১ মে সন্ধ্যায় মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বশির মিয়ার বানেশ্বর নির্বাচনী অফিসে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমান মিজানের সমর্থকরা হামলা চালায়। এ সময় অফিসের আসবাবপত্র ভাংচুর করা হয়। এতে মহিলাসহ ১০জন আহত হয়। পুলিশ ঘটনাস্থলে পৌছুলেও হামলাকারীদের বিরুদ্ধে কোন প্রতিকার না নিয়ে রহস্যজনক নিরবতা পালন করে। আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী বশির মিয়া ও তার সমর্থকদের অভিযোগ অ্যাডভোকেট মাহবুব আলী এমপির চাচাতো ভাই বিএনপির সাবেক নেতা মিজানুর রহমান মিজান আওয়ামীলীগের মনোনয়নের জন্য আবেদন করেন। কিন্তু দলীয়ভাবে তাকে মনোনয়ন না দেয়ায় স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। তিনি আওয়ামীলীগ প্রার্থীর প্রচার প্রচারণায় বিভিন্ন ভাবে বাধা সৃষ্টি করছেন।
এ ব্যাপারে মাধবপুর থানার ওসি মোক্তাদির হোসেনের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ২১ মে যে ঘটনাটি ঘটেছে তা অফিসের বাইরে ঘটেছে। অফিসের ভিতরে যে ভাংচুরের ঘটনাটি আওয়ামীলীগ প্রার্থীর সমর্থকরা নিজেরাই ঘটিয়েছে।