Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

মাধবপুরে দু’চেয়ারম্যান প্রার্থীর লোকজনের সংঘর্ষ ॥ আহত-১০

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোঃ বশির মিয়া ও আওয়ামী বিদ্রোহী প্রার্থী মিজানুর রহমানের লোকজনের সংঘর্ষে ইউ/পি আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীমসহ কমপক্ষে ১০জন আহত হয়েছে। গুরুতর আহত ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শামিম মিয়া, কৃষকলীগ নেতা আক্কাছ মিয়া, যুবলীগ কর্মী তোফায়েল মিয়া ও শামিমকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ সময় বশির মিয়ার নির্বাচনী অফিস ভাংচুর করা হয়। খবর পেয়ে থানার ওসি (তদন্ত) কে.এম/আজমীরুজামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়-শনিবার রাতে মাধবপুর উপজেলার বুল্লা ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী মিজানুর রহমানের লোকজন বানেশ্বর বাজারে আনারস প্রতীকের মিছিল বের করে। এসময় আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ বশির মিয়ার লোকজনও নৌকা প্রতীকের মিছিল বের করে। এ সময় উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ শামিম মিয়া, কৃষকলীগ নেতা আক্কাছ মিয়া, যুবলীগ কর্মী তোফায়েল মিয়া ও শামিমসহ উভয় পক্ষের কর্মপক্ষে ১০ আহত হয়। এ সময় বশিরের নির্বাচনী অফিসের চেয়ারসহ আসবাবপত্র ভাংচুর করে। খবর পেয়ে থানার ওসি (তদন্ত) কে.এম. আজমীরুজামানের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এ ব্যাপারে বশির জানায়-মিজানের লোকজন অতর্কিত হামলা করে আমার লোকজনকে মারধোর করে অফিস ভাংচুর করেছে।
মিজানুর রহমানের সাথে যোগাযোগ করলে তিনি জানান-আমার মিছিল চলাকালে বশিরের লোকজন হামলা করে এবং মারধোর করে।
এ ব্যাপারে থানার ওসি (তদন্ত) কে.এম. আজমীরুজামান বলেন বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। কোন পক্ষই এখন পর্যন্ত  থানায় মামলা দেয়নি।