Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

নবীগঞ্জে হরতাল পালিত পুলিশের ধাওয়া

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ থেকে ॥ নবীগঞ্জে পৃথক স্থানে হরতাল পালনকালে একটি মিছিলে ধাওয়া দিয়েছে পুলিশ। এছাড়া শান্তিপুর্ণ হরতাল পালন করেছে বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ ১৮ দলীয় জোট। গতকাল মঙ্গলবার সকাল থেকে হরতালের সমর্থনে পিকেটাররা শহরের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেয়। হরতাল চলাকালে যানবাহন চলাচল করেনি। দুপুরের দিকে একটি বিক্ষোভ মিছিল করে ১৮ দল। পরে এক সমাবেশে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব শেখ সুজাত মিয়া এমপি, পৌর বিএনপি সভাপতি ও প্যানেল মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরী, থানা বিএনপির সাংগঠনিক শিহাব চৌধুরী, বিএনপি নেতা রসময় শীল, যুবদল সভাপতি এটিএম সালাম, পৌর জামায়াতের আব্দুল মুকিত পাঠান, পৌর যুবদলের আহ্বায়ক আব্দুল বাকির চৌধুরী এমরান, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক সোহেল আহমদ রিপন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক ফরান আহমদ ছানু, সাজান চৌধুরী, থানা যুবদলের সহ-সভাপতি আব্দুল বাছিত রাসেল, সহ-ধর্ম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির, ছাত্রদলের আহ্বায়ক হারুনুর রশীদ হারুন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায় যোশেফ বখ্ত চৌধুরী, জিতু মিয়া সেন্টু, এনাম আহমদ এনাম, ফজলুল হক, ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান জুয়েল শেখ আবুল কাশেম, আবুল কালাম মিঠু, কলেজ ছাত্রদলের আহ্বায়ক অলিউর রহমান, জাসাদের আহ্বায়ক হোসাইন আহমদ, যুগ্ম আহ্বায়ক আকবর আলী, তাতী দলের যুগ্ম আহ্বায়ক আজিল চৌধুরী, নুরুল আমীন, জাহির মোল্লা, আহমদ ঠাকুর রানা প্রমূখ। এদিকে উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মুজিবুর রহমান শেফুর নেতৃত্বে অপর একটি বিক্ষোভ মিছিল থেকে একটি রিক্সা ভাংচুর করতে গেলে পুলিশ ধাওয়া দিয়ে মিছিলটি ছত্রভঙ্গ করে দেয়।