Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

ঘূর্ণিঝড়ের প্রভাবে পেছালো এইচএসসি পরীক্ষা

এক্সপ্রেস ডেস্ক ॥ ঘূর্ণিঝড় রোয়ানুর আঘাতে উপকূলীয় অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতির পরিপ্রেক্ষিতে আজ রোববারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। গতকাল শনিবার মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এইচএসসি ও সমমানের পরীক্ষায় রোববার যে বিষয়গুলোর পরীক্ষা হওয়ার কথা ছিল, সেগুলো নেওয়া হবে ২৭ মে শুক্রবার সকার ৯টায়। মাদরাসার পরীক্ষা গত ৮ মে জামায়াতের হরতালের কারণে পিছিয়ে আগামীকাল রোববার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সেটি আবারো পেছানো হলো। তবে আজ রোববারের আলিম পরীক্ষা ২৪ মে (মঙ্গলবার) বিকালে অনুষ্ঠিত হবে। এদিন মাদারাসা বোর্ডের অধীন রসায়ন প্রথম পত্র (তত্ত্বীয়), অর্থনীতি প্রথম পত্র (অতিরিক্ত বিষয়), পৌরনীতি প্রথম পত্র (অতিরিক্ত বিষয়), পৌরনীতি ও সুশাসন প্রথম পত্র (অতিরিক্ত বিষয়), উচ্চতর ইংরেজি প্রথম পত্র (অতিরিক্ত বিষয়), উর্দু প্রথম পত্র (অতিরিক্ত বিষয়) এবং ফার্সি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।