Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় জেলা প্রশাসনের প্রস্তুতি ॥ জেলা ও উপজেলায় কন্ট্রোল রুম চালু

স্টাফ রিপোর্টার ॥ বঙ্গোপসাগরে সৃষ্ট নি¤œচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলের পাশাপাশি হবিগঞ্জ জেলায়ও ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে। পাশাপাশি সাগরে অগ্রসর হচ্ছে ঘুর্ণিঝড় ‘রোয়ানু’। এর ফলে সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায প্রস্তুতি গ্রহন করেছে হবিগঞ্জের জেলা প্রশাসন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জরুরী বার্তা পেয়ে গতকাল সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ ব্যাপারে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক সাবিনা আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: সফিউল আলম, সাবেক পৌর চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, এলজিইডির নির্বাহী প্রকৌশলী জাহির হোসেন, হবিগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, পৌর সভার ভারপ্রাপ্ত মেয়র দিলীপ দাস, ডা. উজ্জল,  প্রেসক্লাবের সভাপতি ফজলুর রহমান ও সাধারন সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামান।
সভায় জেলা প্রশাসকের কার্যালয়ের পাশাপাশি সকল উপজেলায় কন্ট্রোল রুম খোলা হয়েছে। সম্ভাব্য দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত ঔষধ, শুকনো খাবার সংরক্ষণের পাশাপাশি ফায়ার সার্ভিস, আনসার ও ভিডিপিসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থাকে প্রস্তুতি নিতে নির্দেশ প্রদান করা হয়।