Habiganj Express | হবিগঞ্জ এক্সপ্রেস

বামৈ ইউনিয়নে আ.লীগ চেয়ারম্যান প্রার্থীর উপর হামলার অভিযোগে ৩৪ জনের বিরুদ্ধে মামলা

স্টাফ রিপোর্টার ॥ লাখাই উপজেলার বামৈ ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোঃ মাহফুজুল আলমের উপর হামলা চালিয়ে মোবাইল ফোন, পোষ্টার ও লিফলেট ছিনিয়ে নেয়ার অভিযোগ এনে ৩৪ জনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকেলে মোঃ মাহফুজুল আলম বাদী হয়ে লাখাই থানায় মামলাটি দায়ের করেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ওই ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ দলীয় প্রার্থী মাহফুজুল আলম বুধবার রাতে কয়েকজন কর্মী নিয়ে পশ্চিম বামৈ গ্রামে নির্বাচনী প্রচারণায় যান। রাত ১০টায় তিনি নুরুল ইসলামের বাড়ি সংলগ্ন রাস্তায় পৌছুলে রেহান উদ্দিনের নেতৃত্বে একদল লোক পূর্ব পরিকল্পিতভাবে তার উপর হামলা চালায়। এতে মাহফুজসহ তার কয়েকজন কর্মীকে মারপিট করে চার্জার লাইট, মোবাইল ফোন, পোষ্টার, লিফলেট ছিনিয়ে নেয়। খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশও ঘটনাস্থলে গেলে হামলাকারীরা পালিয়ে যায়।
এ ব্যাপারে মাহফুজুল আলম জানান, তিনি ২ বার ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। বর্তমানেও তিনি চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। তার জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে প্রতিপক্ষ প্রার্থীরা তাকে হত্যার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।